• সরকারি বোর্ড লাগান গাড়িতে চেপে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আরটিএ মেম্বার বোর্ড লাগানো গাড়িতে চেপে তোলাবাজির অভিযোগ। লরি দাঁড় করিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। পুলিশ পেট্রোলিং-এর সময় বিষয়টি নজরে আসতেই গ্রেফতার চার অভিযুক্ত। ঘটনায় তোলাবাজির চেষ্টার অভিযোগের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।রাস্তায় দাঁড়ান একটি গাড়িতে লাগানো রয়েছে মেম্বার লেখা বোর্ড। রাস্তায় দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে থামানো হচ্ছে দূরপাল্লার লরি। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোনও গাড়ি থেকে দশ হাজার, আবার কোন গাড়ি থেকে তারও বেশি টাকা দাবি করা হচ্ছে। রাতে পেট্রোলিং-এর সময় বিষয়টি নজরে আসে গাজোল থানার পুলিশ আধিকারিকদের। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পুলিশকর্মীরা বুঝতে পারেন গাড়িতে বোর্ড লাগিয়ে তোলাবাজি করা হচ্ছে। ঘটনাস্থল থেকেই আটক করা হয় ওই চারজনকে। তারপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় গাড়ির মালিক রূপম সমাজদার, ফালানু হাজরা, কাজল হালদারকে। ধৃত তিন জনের বাড়িই বামনগোলা থানার মহেশপুর এলাকায়। ওই তিনজনের সঙ্গে গ্রেফতার করা হয় ইংরেজবাজারে ঝলঝলিয়া এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরীকেও। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার বলেন, 'এই ঘটনার পিছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। যারা ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।' পালটা রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, 'সরকারি আমলা ও তৃণমূল নেতাদের মদতেই এই ধরনের তোলাবাজির ঘটনা ঘটছে। কেবলমাত্র মালদায় নয় গোটা রাজ্যজুড়েই এই ধরনের ঘটনা চলছে।' একইসঙ্গে ষড়যন্ত্রের অভিযোগও নস্যাৎ করেছেন তিনি। অন্যদিকে মালদা আরটিএ বোর্ডের মেম্বার অমল কিস্কু জানিয়েছেন, যারা গ্রেফতার হয়েছে তাদের কাউকেই তিনি চেনেন না। এই ঘটনায় তোলাবাজির চেষ্টার অভিযোগের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ।প্রসঙ্গত, দিন কয়েক আগে এই ধরনের ঘটনা ঘটে শিলিগুড়িতে। সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিলিগুড়িতে তোলাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৩ জনকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা যায়, গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিল ওই ৩ জন। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির কাছে অভিযান চালিয়ে ওই ৩ জনকে পাকড়াও করা হয়।
  • Link to this news (এই সময়)