• ‘ফেসবুক বিপ্লব না করে রাস্তায় নামুন’, সন্দেশখালি নিয়ে প্রতিবাদের ডাক রুদ্রনীলের
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • সন্দেশখালির মহিলাদের মতো রাজ্যের অন্যান্য জায়গায় মহিলাদের রাস্তায় নামা উচিত। এই ঘটনার প্রতিবাদ সর্বত্র ছড়িয়ে পড়া উচিৎ বলে মনে করছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সমাজের সর্বস্তরের মানুষকে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সমর্থনে আন্দোলনের ডাক দিলেন তিনি।নদিয়া জেলার কৃষ্ণনগরে একটি চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সেখানেই সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন তিনি। রুদ্রনীল বলেন, ‘যাঁরা বাড়িতে বসে ফেসবুক রাস্তায় নামছেন, তাঁরা রাস্তায় নামুন। যেরকম আমরা প্রত্যেকে রাস্তায় নামছি। যাঁরা বৈঠকি আড্ডায় জ্ঞান দিচ্ছেন, তাঁরা এবার রাস্তায় নামুন। না হলে আগামী দিনে আপনাদের বাড়ির মহিলাদের সম্মানহানির চেষ্টা হবে।’রুদ্রনীলের কথায়, আজকে এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই কারণে, রাজ্যের ডিজি নিজে ওই এলাকায় পরিদর্শনে যাচ্ছেন। তবে, সাধারণ মানুষকে আরও বেশি করে এই ইস্যুতে আন্দোলনে নামতে হবে। রুদ্রনীলের কথায়, ‘আমরা যাঁরা শিক্ষিত ভদ্রলোক তাঁরাই বেশি জ্ঞানবাজি করছি। যাঁদের লুঠ হচ্ছে বেশি করে, গ্রামাঞ্চলের মানুষ তাঁরাই বেশি করে প্রতিবাদ করছে। শহরের মা - বোনেদের রাস্তায় নামতে বলছি গ্রামের মা - বোনেদের সমর্থন জানিয়ে।’Sandeshkhali Incident : 'শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব', কটাক্ষ রুদ্রনীলেরনদিয়ার কৃষ্ণনগর পুরসভার সামনে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিভিন্ন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চা পে চর্চায় অংশ নেন রুদ্রনীল। সেখানেই পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘সন্দেশখালিতে শেখ শাহজাহান শুধু একটা নয় অন্য নামে হাজার হাজার শেখ শাহজাহান রয়েছে।’ সেখানে পুলিশের সামনে তৃণমূলের নেতারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে অথচ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেলেই পুলিশ বাধা দিচ্ছে । এই সরকার এবং প্রশাসন তারা যৌথভাবে চাইছে কিছুতেই যাতে সন্দেশখালির সত্যতা সামনে না আসুক।এ বিষয়ে রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বলেন, 'রুদ্রনীল একজন সুবিধাবাদী। তাঁকে দয়া করেন দিদি। বিরাট আসনে বসিয়েছিলন। কিন্তু সবার কপালে সবকিছু সহ্য হয় না। সে তৃণমূলে এসে সুবিধা করতে পারেনি। পুনরায় আবার বিজেপিতে যোগ দিয়ে এখন মুখ্যমন্ত্রী সম্পর্কে আজে বাজে মন্তব্য করছে।'উল্লেখ্য, সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন ধরেই জোরদার আন্দোলন চালিয়ে আসছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় ধরনা কর্মসূচি নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আগামী দিনে এই ইস্যুতে গোটা রাজ্য জুড়েই লোকসভা নির্বাচনের আগে প্রতিবাদের সুর চড়াবে বিজেপি বলেই জানায় নদিয়া জেলা বিজেপি নেতৃত্ব।
  • Link to this news (এই সময়)