Sheikh Shahjahan : '... আগেই অপরাধী বলে দাগিয়েও দিতে চাই না', শাহজাহানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্রাত্যর
এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
'পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যদি পুলিশ বলে অপরাধী, আমরাও বলব অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে যেমন নিরপরাধী বলতে চাই না, তেমনই অপরাধী বলে দাগিয়েও দিতে চাই না,'শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ত়ৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এমন কথা বলতে শোনা যায় ব্রাত্যকে। এক্ষেত্রে তদন্তের রিপোর্ট এলে তবেই গোটা বিষয়টি জানা যাবে বলেও মন্তব্য করেন ব্রাত্য বসু। একইসঙ্গে শেখ শাহজাহানকে ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে, এমনটাই আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দেয় তৃণমূল।প্রসঙ্গত, রবিবারই শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শাহজাহান এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ার কারণ হিসেবে আদালতের ওপরেই কার্যত দায় চাপান তিনি। 'আদালত হাত পা বেঁধে রেখেছে তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না', এমনটাই মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর দেখা যায় সোমবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই। এই প্রসঙ্গে এদিন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ মন্তব্য করেন, 'একজন সাংসদ বলছেন আদালতের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি, এটা স্পষ্ট করা দরকার যে কোনও স্টে নেই।'পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যদি পুলিশ বলে অপরাধী, আমরাও বলব অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে যেমন নিরপরাধী বলতে চাই না, তেমনই অপরাধী বলে দাগিয়েও দিতে চাই নাব্রাত্য বসুঅন্যদিকে এদিন ব্রাত্য বসুর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। সন্দেশখালিতে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'কে অপরাধ করেছে, কে অপরাধ করেনি, একেবারে টার্গেট করে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর শুরু করে দেওয়া এবং রীতিমতো বিজয়োৎসবের মতো সেলিব্রেট করা, সেটা অত্যন্ত কুৎসিত।'এদিকে এদিনই সন্দেশখালি নিয়ে অন্য একটি মামলার মাঝেই হালকা চালে রাজ্যের এজি-কে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। উচ্চআদালতের বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে রাজ্যের অবস্থান কী? তার প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল জানান, শেখ শাহজাহান পলাতক, তাঁকে খোঁজা হচ্ছে, তাঁর মোবাইলের টাওয়ার লোকেশনেও নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডির উপরে হামলার ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কোনও হদিশ নেই ঘটনার 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানের। তাঁকে তৃণমূলই আশ্রয় দিয়ে রেখেছে বলে অভিযোগ করতে থাকে বিরোধীরা। যদিও এদিন আদালত জানিয়ে দেয় তাঁকে গ্রেফতারে কোনও বাধা নেই।