• Mecca Hajj: অনুমতি ছাড়া হজ করলেই কড়া শাস্তি! জরিমানা-কারাদণ্ড, ঘোষণা সৌদি সরকারের
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • হজ ব্য়বস্থাপনাকে আরও সুষ্ঠ ও নিরাপদ করতে সৌদি আরব সরকারের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এবার হজ পালনের মৌসুমে অনুমতি ছাড়া হজন পাল থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জানিয়েছেন, অনুমতি ছাড়া হজ পালন করলে তা বেআইনি বলে গ্রাহ্য হবে। এই আইন ভঙ্গ করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানাও। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্দে ৫০ হাজার রিয়াল (ভারতীয় মুদ্রায় ১১ লাখ টাকা) জরিমানা ধার্য্য হবে। পাশাপাশি নিয়ম লঙ্ঘন করলে ছয় মাসের জেলও হতে পারে। পবিত্র হজ পালনের অনুমতিবিহীন পর্যটক মক্কায় ধরা পড়লেও ধার্য্য হবে একই পরিমাণ জরিমানা। আইন ভঙ্গ করলে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন ব্যক্তি। কারাভোগের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে তাঁদের। পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। তাদের আশপাশের সবাই তাঁদের চিনে রাখতে পারেন। মন্ত্রণালয় আরো জানায়, যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন, তাদেরকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে। চাঁদ দেখার সাপেক্ষে চলতি বছর পবিত্র হজের মূল কার্যক্রম হতে পারে ১৪ জুন।এই বছর ভারত থেকে ১ লাখ ৩৯ হাজার মানুষ হজ করতে সৌদি আরবে যাবেন। ভারত থেকে বহু মানুষ হজ যাত্রার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে লটারি পদ্ধতিতে হজ যাত্রার জন্য ১,৩৯০৫৪ জন হজযাত্রীর নাম নির্বাচন করা হয়েছে। ব্যক্তিগতভাবেও প্রায় ৩৫ হাজার মানুষ হজে যাবেন। সম্প্রতি ভারত ও সৌদি আরব সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে, ২০২৪ সালের হজের জন্য ভারত থেকে মোট ১,৭৫,০২৫ তীর্থযাত্রীর কোটা রয়েছে। এতে ভারতের হজ কমিটির মাধ্যমে ১,৪০,০২০টি আসন সংরক্ষিত করা হয়েছে। হজ গ্রুপ অপারেটরদের মাধ্যমে ৩৫,০০০ হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।ইসলামের পাঁচ স্তম্ভের মধ্য়ে হল হল অন্যতম। আর্থিক ও শারীরিক ভাবে সুস্থ সকল মুসলিম নারী-পুরুষের জন্য একবার হলেও বাধ্যতামূলক হজ করা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ মক্কায় হজ করতে যান। এছাড়াও সৌদির সাধারণ মানুষরাও হজ পালন করে থাকেন। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কায় লাখ লাখ মুসলিম ভিড় জমাবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)