• Indians in Russian Army : রাশিয়ায় জোর করে ভারতীয়দের যুদ্ধ নামানোর অভিযোগ, মুখ খুলল বিদেশ মন্ত্রক
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ভারতীয়দের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া নিয়ে গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামিল করা হচ্ছে বলে কয়েকদিন আগে চাঞ্চল্য খবর প্রকাশ্যে আসে। এরপরেই নড়েচড়ে বসল ভারতীয় বিদেশ মন্ত্রক। এই ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক এক্স বার্তায় জানানো হয়েছে। ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস।ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় জানিয়েছেন, রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়ার জন্য সাহায্যের যে আবেদন সংবাদমাধ্যমের প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন। তবে বিষয়টি মস্কোর ভারতীয় দূতাবাসের নজরে আনা হয়েছে। এ ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে দিল্লির রাশিয়ার দূতাবাসের কাছ থেকেও।অগ্রাধিকারের ভিত্তিতে আটকে পড়া ভারতীয়দে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে বলেও এক্স বার্তায় বলা হয়েছে। সেই সঙ্গে এ সংক্রান্ত ফাঁদে পা না দেওয়ার জন্য সমস্ত ভারতীয়দেও সতর্ক করে দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে।ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, চাকরি নামে রাশিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। দুবাই ভিত্তিক একটি কোম্পানি রাশিয়া নিয়ে গিয়ে বেসামরিক সেনা ওয়াগনার গোষ্ঠীতে যোগদানে বাধ্য করেছে ভারতীয়দের। এরপর তাঁদের ঠেলে দেওয়া হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। অন্তত ৬ জন ভারতীয় প্রতারণার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।প্রতারিত ভারতীয়দের মধ্যে রয়েছেন তেলেঙ্গানার বাসিন্দা মহম্মদ সুফিয়ান নামে ২২ বছরের এক যুবক। ইউক্রেনে থেকে একটি ভিডিয়ো তিনি পরিবারের কাছে পাঠিয়েছেন বলে খবর। ভিডিয়োতে তাঁকে মুক্ত করার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই সঙ্গে রাশিয়ায় চাকরি নামে প্রতারণার শিকার হয়েছেন বলেও ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন তিনি। শুধু মহম্মদ সুফিয়ান নন। কর্নাটকের বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছিলেন ওই যুবক।তবে, কয়েকদিন আগে ইউক্রেনে হামলায় গুজরাটের সুরাট শহরের বাসিন্দা হেমিল অশ্বিনভাই মাঙ্গুকিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই টনক নড়ে ভারতীয় বিদেশমন্ত্রকের। ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে দাবি। গুজরাটের বাসিন্দার পরনে ছিল রুশ সামরিক পোশাক। রাশিয়ায় হেল্পার হিসেবে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন বলে দাবি পরিবারের। পাঠানো হয়েছিল যুদ্ধে। যদিও ২১ বছর বয়সী যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেনি রুশ সেনা।
  • Link to this news (এই সময়)