Rahul Gandhi Lok Sabha Seat : ওয়েনাড ছাড়ছেন রাহুল? কোন কোন কেন্দ্রে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী?
এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
কেরালার ওয়েনাড আসনে সম্ভবত নাও লড়তে পারেন রাহুল গান্ধী। এমনটাই খবর মিলছে সূত্র মারফত। বর্তমানে এই কেন্দ্রেরই সাংসদ কংগ্রেস নেতা। তবে ২০১৯ সালের মতো এ বছরও দু'টি আসন থেকে দাঁড়াতে পারেন রাহুল গান্ধী। যার মধ্যে একটি হতে পারে উত্তর প্রদেশ এবং অপরটি হয় তেলঙ্গানা কিংবা কর্নাটক।কেন ওয়েনাড ছাড়তে পারেন রাহুল গান্ধী?জানা গিয়েছে, কেরালায় ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লিগের (IUML) সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলছে কংগ্রেসের। সূত্রের খবর, ২০২৪ লোকসভা নির্বাচনে দু'টির বদলে তিনটি আসন চেয়েছে IUML। ওয়েনাড আসন থেকে লড়তে আগ্রহ প্রকাশ করেছে এই দল। এই কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ ভোটার মুসলিম। ফলে তারা লাভবান হতে পারেন বলে মনে করছে এই দল।এদিকে, CPI অ্যানি রাজাকে ইতিমধ্যেই ওয়েনাডের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রাজনৈতিক মহল মনে করছে, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ডি রাজার স্ত্রীকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাড় করানোর বিষয়টি ভালো চোখে নাও দেখতে পারে দুই দলের সমর্থকরা। ফলে ওয়েনাড আসনে নাও লড়তে পারেন কংগ্রেস নেতা।ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং বামেদের কেরালায় কুস্তি এবং বঙ্গে দোস্তির সমীকরণ সকলেরই জানা। বারবার এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেস এবং বাম শিবিরকে। পিনারাই বিজয়নের রাজ্যে কাঁটে কি টক্কর চলে কংগ্রেস এবং CPIM ও CPI-এর মধ্যে। সম্প্রতি শোনা গিয়েছিল, রাহুল গান্ধীকে কেরালার ওয়েনড থেকে নির্বাচনে না লড়ার জন্য আর্জি জানাতে পারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। যেহেতু দু'টি দলই ইন্ডিয়া জোটের অন্তর্গত। ফলে CPI-এর প্রার্থীর বিরুদ্ধে রাহুলের লড়াই ভালো চোখে নেবে না সমর্থকেরা। CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন রাজ্য মন্ত্রী এ কে বলেছিলেন, 'প্রত্যেক রাজনৈতিক দলের নিজ নিজ সিদ্ধান্ত রয়েছে। তবে এমন কোনও সিদ্ধান্ত কিংবা আর্জি এসেছে বলে আমার জানা নেই।' পাশাপাশি কংগ্রেসের রাজ্য সভাপতি কে সুধাকরণ বলেন, 'CPI কিংবা কোনও জোট সিদ্ধান্ত নিতে পারে না কংগ্রেস কী করবে।'উল্লেখ্য, কেরালায় CPIM-এর পর দ্বিতীয় বৃহত্তম বামপন্থী দল CPI। ২০০৯ সাল থেকে ওয়েনাড়ে ভোটে প্রার্থী দেয় এই দল। তবে গত তিনবারের নির্বাচনে কংগ্রেস খুব সহজ জয় পেয়েছে এই কেন্দ্রে। বিশেষ করে ২০১৯ সালে। সে বছর রাহুল গান্ধী ৪ লাখ ৩১ হাজার ভোটে জয়ী হন। ফলে কংগ্রেস জেতা আসনে রাহুল গান্ধীকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।