Sandeshkhali Incident: 'ওখানে যা হয়েছে...', সন্দেশখালির ঘটনায় নিন্দায় স্মৃতি ইরানি
এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
এবার সন্দেশখালির প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টিভি নাইন নেটওয়ার্কের কনক্লেভ 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-এর মঞ্চে স্মৃতির কণ্ঠে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। কনক্লেভে নারী শক্তি নিয়ে কথা বলছিলেন স্মৃতি। তখনই কেন্দ্রীয় নারী ও শিশু কল্য়াণমন্ত্রীর স্মৃতির গলায় উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ।স্মৃতি বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে তা চিন্তার বাইরে।' একসময় বাংলায় বিজেপিকে আক্রান্ত হতে হত। বর্তমানে শাসক দলের সমর্থকরাই সুরক্ষিত নন, তাঁরাই আক্রান্ত হচ্ছেন। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও উঠে আসে তার সঙ্গে কথোপকথনে।স্মৃতি ইরানি মূলত দেশের নারী শক্তি নিয়ে কথা বলেন কনক্লেভের মঞ্চে। কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহিলাদের আত্মনির্ভর হতে সাহায্য করেছেন, কী ভাবে অর্থনীতির সমান অংশীদার হিসেবে গণ্য় করেছে তা নিয়েই আলোচনা করেন মন্ত্রী। তখন তাঁর গলায় উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ। বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সন্দেশখালিতে শেখ শাহজাহান ও শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তোপ দেগে দফায় দফায় রাস্তায় নামছেন মহিলারা। হাতে তুলে নিচ্ছেন লাঠি-ঝাঁটা।এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, 'ওখানে যা হয়েছে তা ভারতীয় হিসেবে তো বটেই, যে কোনও মানুষেরই চিন্তার বাইরে। বর্তমানে সন্দেশখালিতে যারা আক্রান্ত, তারা তো বিজেপি নয়। যাঁরা মমতাকে দিনের পর দিন সমর্থন করেছেন, তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মমতা জানতেনই না।' সন্দেশখালি ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়ছে বঙ্গে বিরোধী দল। দফায় দফায় সেখানে যাচ্ছেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা সাক্ষাৎকার ইংরাজিতে দিলেও সন্দেশখালির প্রসঙ্গ উল্লেখের সময় হিন্দিতে কথা বলা শুরু করেন তিনি। কারণ হিসেবে স্মৃতি উল্লেখ করেছেন, বিদেশি অতিথি থাকায় দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি কিছু বলতে চান না। জেনে শুনেই হিন্দি ভাষায় কথা বলেছেন সন্দেশখালির প্রসঙ্গে বলে জানান।প্রসঙ্গত বেশ কিছুদিন যাবৎ সন্দেশখালি নিয়ে তোলপাড় চলছে বাংলার রাজনীতিতে। সন্দেশখালির মহিলারা গত কয়েক দিন ধরে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান শেখ ও তার সহযোগীদের নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছেন। শাহজাহান শেখ ও তার সমর্থকদের বিরুদ্ধে নৃশংসতা, যৌন অত্যাচার, ধর্ষণ, জমি দখলের মতো গুরুতর অভিযোগ তুলেছেন মহিলারা। বিষয়টি নিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। ১৩ ফেব্রুয়ারি এনিয়ে বসিরহাটের এসপি অফিসের সামনে বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশও লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।