• Akshay Kumar : চাঁদনি চক টু পার্লামেন্ট? লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অক্ষয় কুমার? জল্পনা
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনে লড়বেন অক্ষয় কুমার? BJP-র তরফে তাঁকে দিল্লির চাঁদনি চক আসন থেকে টিকিট দেওয়া হচ্ছে? রুপোলি পর্দায় এই খিলাড়ি কি এবার রাজনীতির ময়দানে ডেবিউ করতে চলেছেন? জল্পনা এখন তুঙ্গে।পদ্মের বাজি অক্ষয়?আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে ডিল পাকা। ৪:৩ অনুপাতে লোকসভায় দিল্লিতে আসন ভাগাভাগি করে ফেলেছে দুই দল। এরই মাঝে এবার দিল্লির কোন আসনে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরও। শোনা যাচ্ছে, আগামী ২৯ ফেব্রুয়ারি গোটা দেশে ১৫০ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে BJP। তালিকায় থাকতে পারে দিল্লির একাধিক আসনও। আর এই দিল্লি থেকেই কি পদ্ম শিবিরের বাজি হতে পারেন অক্ষয় কুমার?২০১৪ এবং ২০১৯ সালে BJP দিল্লির সবক'টি আসনেই জয় পেয়েছিল। ২০২৪ সালে এই সাতটি আসনে কাকে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে ঝাড়াই বাছাই চলছে দলের অন্দরে। জয়ী সাংসদদেরই ফের একবার দাঁড় করানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।কোন আসনে প্রার্থী হতে পারেন অভিনেতা?কোনও প্রার্থীর নাম এখনও প্রর্যন্ত চূড়ান্ত না হলেও সূত্রের খবর, বর্তমান একাধিক সাংসদকে দিল্লি থেকে টিকিট নাও দিতে পারে পদ্ম শিবির। বদলে দিল্লি থেকে BJP দাঁড় করাতে পারে একাধিক নতুন মুখকে। এই নতুন নামগুলির মধ্যে রয়েছে অভিনেতা অক্ষয় কুমার। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও কনফার্মেশন মেলেনি। তবে তাঁর জন্য চাঁদনি চক কেন্দ্রের কথাই মাথায় রাখা হচ্ছে। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ BJP-র ডা.হর্ষবর্ষন সিং। ২০১৪ এবং ২০১৯ সালে তিনিই জয়লাভ করেন। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল ২০০৪ এবং ২০০৯ সালের জয়ী সাংসদ ছিলেন।দিল্লির ছেলেচাঁদনি চক টু চায়না খ্যাত এই অভিনেতার ছেলেবেলার অধিকাংশ সময়টাই কেটেছে দিল্লিতে। মুম্বইয়ে পাড়ি জমানোর আগে দিল্লিতেই থাকতেন তিনি। ফলে এলাকা তাঁর নখদর্পনে। একটি সাম্প্রতিক ইন্টারভিউতে অক্ষয় কুমার জানিয়েছিলেন, পরিবারের ২৪ জনকে নিয়ে চাঁদনি চকেরই একটি বাড়িতে থাকতেন খিলাড়ি। অক্ষয় কুমার বলেন, 'চাঁদনি চকের বাড়িতে আমরা একসঙ্গে ২৪ জন থাকতাম। একই ঘরে সকলে শুতাম। সকালে ঘুম ভাঙার পর শরীরচর্চা করতাম। ঘর থেকে বেরোতে গেলে এক অপরকে টপকে যেতে হত।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমর্থনে তৈরি সিনেমায় অভিনয় করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে জবাব দিয়েছিলেন অভিনেতাও। তিনি বলেছিলেন, কংগ্রেস সরকারের আমলেও তিনি একাধিক প্রজেক্ট নিয়ে তৈরি ছবিতে অভিনয় করেছেন।সূত্রের খবর, BJP উত্তর পূর্ব দিল্লি আসনের প্রার্থী নিয়েও ভাবনাচিন্তা চালাচ্ছে। বর্তমানে এই কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি। যিদি দিল্লিতে BJP-র সভাপতি পদে রয়েছেন। দু'বারের জয়ী সাংসদ তিনি।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি আম আদমি পার্টি এবং কংগ্রেস দিল্লিতে আসন সমঝোতার সিদ্ধান্ত পাকা করে। ঘোষণা করা হয়েছে, ডিল অনুযায়ী, কংগ্রেস প্রার্থী দেবে উত্তর পূর্ব দিল্লি, চাঁদনি চক, উত্তর পশ্চিন দিল্লিতে। অন্যদিকে, আপ প্রার্থী দাঁড়াবে উত্তর দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লিতে। এ ছাড়াও গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং গোয়াতেও জোট হিসেবেই লড়বে কংগ্রেস এবং আপ। গুজরাটে কেজরির দল লড়বে ভারুচ এবং ভাবনগরে।
  • Link to this news (এই সময়)