• Maryam Nawaz: কোটি কোটি টাকার সম্পত্তি, পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস মরিয়ম নওয়াজের
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ইতিহাস তৈরি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মরিয়ম। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (PMLN)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টও। ২২০ ভোট পেয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী রানা আফতাব আহমেদকে পরাজিত করেছেন মরিয়ম নওয়াজ। ভোট বয়কট করেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা। তাই কোনও ভোট পাননি রানা আফতাব। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মরিয়ম নওয়াজ জানান, তাঁর সরকার কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না। জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিও দেন তিনি। রাজনৈতিক দিক থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ অন্যতম গুরুত্বপূর্ণ।সংখ্যা অনুযায়ী, মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন এটা নিশ্চিত ছিল। পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক আহমেদ খান ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছিলেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদে ভোট হবে এবং বিধানসভার কোনও সদস্যকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। এরপর অনুষ্ঠিত ভোটে সহজেই জয়ী হন মরিয়ম নওয়াজ। এর আগে, পাঞ্জাব বিধানসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, যেখানে শপথ নেন ৩৭১ সদস্যের মধ্যে ৩২১ জন। নওয়াজ শরিফের দল জয়ী হয়েছে পিএমএল-এন পাঞ্জাব বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনেও। পিএমএল-এন-এর মালিক মোহাম্মদ আহমেদ খান স্পিকার নির্বাচিত হন ও ভোট পান ২২৪টি। যেখানে ২২০ ভোট পেয়ে ডেপুটি স্পিকার নির্বাচিত হন মালিক জহির ছানার।১৯৭৩ সালে পাকিস্তানের লাহোরে জন্ম মরিয়মের। পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম। ২০১২ সালে রাজনীতির ময়দানে পা রাখেন মরিয়ম। ২০১৩ সালে পাকিস্তান নির্বাচনে পিএমএলএন-কে জয়ী করার দায়িত্ব অর্পিত হয়েচিল মরিয়মের কাঁধে। একই বছর তিনি প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান নিযুক্ত হন। তবে লাহোর হাইকোর্টে তাঁর নিয়োগ চ্যালেঞ্জের পর ২০১৪ সালে তিনি পদত্যাগ করেন। ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপারস কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে মরিয়মকে সরকারী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। আদালতের রায়ে মরিয়ম অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে, পিএমএল-এন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। দলের দাবি ছিল তিনি নির্দোষ।২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময় প্রথমবার পাকিস্তানের জাতীয় পরিষদ (NA) এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) হিসাবে শপথ নেন এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তার সংসদীয় আসন ছেড়ে দেন। এর আগে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছে রিয়ম নওয়াজের বাবা নওয়াজ শরিফ, কাকা শাহবাদ শরিফ, ভাই হামজা শেহবাজও।২০১৮ সালে পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে তাঁর হলফনামায়, মরিয়ম তাঁর সম্পদের ২.৯ মিলিয়ন ডলার (২৪,০৩,৪৪,৭৫০ টাকা) ঘোষণা করেছিলেন। তিনি ১ হাজার ৫০৬ কানাল (১৮৮ একর) কৃষি জমির মালিক এবং একাধিক কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন।
  • Link to this news (এই সময়)