‘দিদি দেখবে, না অভিষেক দেখবে!’ দলের মধ্যে দুই গোষ্ঠী নিয়ে অকপট স্বীকারোক্তি এক তৃণমূল নেতার। সেই নেতার একটি অডিয়ো কল (যাচাই করেনি এই সময় ডিজিটাল) নিয়ে হইচই ঘাটাল জুড়ে। যদিও, তৃণমূলের ওই ব্লক সভাপতি জানিয়েছেন, অডিয়ো বার্তায় যে গলাটি রয়েছে, সেটি আদৌ তাঁর কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির।সম্প্রতি ঘাটালের তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝির একটি অডিয়ো কল (যাচাই করেনি এই সময় ডিজিটাল) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দলের অভ্যন্তরীণ নবীন-প্রবীণ গোষ্ঠী নিয়ে 'বিস্ফোরক' কিছু কথা বলা হয়েছে বলে দাবি করা হয়েছে। সেখানে তাঁর গলার স্বরে বলতে শোনা গিয়েছে, ‘দিদি দেখবে না অভিষেক দেখবে, এসবের মধ্যে আমরা দোটানায় পড়ে গিয়েছি। দুটি অফিস থেকে কাজ চলছে।’ তাঁর গলায় একজনকে বলতে শোনা যায়, ‘আমরা এখন একটু নিচু পোস্টে আছি। আমাদের কাজ কম, আমাদের এখন জেলা দেখতে হচ্ছে না। দুটো অফিসের যন্ত্রণা, সত্যিই ভালো লাগেনি যেভাবে দল পরিচালিত হচ্ছে আর ভালো লাগছে না।’কয়েক মাস আগেই দলের নবীন এবং প্রবীণ গোষ্ঠী নিয়ে চূড়ান্ত অন্তর্কলহ দেখা যায় তৃণমূলের মধ্যে। দলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে সেই বিবাদ আরও চূড়ান্ত আকার ধারণ করে। দলের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল গোষ্ঠী বলে অভিযোগ করে দলের একাংশ। যদিও, দলে এরকম কোনও বিভেদ আদৌ নেই। দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে সেটা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই বলেই আগেই পরিষ্কার করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এর মধ্যে ঘাটালের এক ব্লক সভাপতির এই অডিয়ো কল ভাইরাল হওয়ার পর নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।তবে এই বিষয়ে ঘাটাল তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই কল রেকর্ডটি আমি বুঝতেই পারছি না আমার বলে। আমার গলা কী করে হলো আমি বুঝতে পারছি না। আমি খুব ধাঁধায় আছি। আমি বারবার শোনার চেষ্টা করছি কিছুতেই বুঝতে পারছি না আমি বলেছি বলে।’ যদিও এই অডিও কল ভাইরাল প্রসঙ্গে ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘দিলীপবাবুকে ধন্যবাদ জানাই। বর্তমান শাসক দলের পরিস্থিতি উনি সবার সামনে শেয়ার করার চেষ্টা করছেন।’ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যে রয়েছে সেটা কে ব্লক সভাপতি স্বীকার করে নিয়েছেন, সেটাই জানান বিজেপি নেতৃত্ব।