• USA Airlines: চেক্‌ড ব্যাগেজ ফি বাড়াল ইএসএ-র কিছু এয়ারলাইন্স
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • জ্বালানির দাম বেড়েছে। রক্ষণাবেক্ষণের খরচ ঊর্ধ্বমুখী। খরচ বেড়েছে কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধে খাতেও। এই অবস্থায় আলাস্কা, আমেরিকান, জেট ব্লু-র মতো । ভারতে এই খরচ বিমানযাত্রীদের দিতে হয় না। ইউএসএ-তে এই ব্যবস্থা চালু। বিমান ছাড়ার কাছাকাছি সময়ে কোনও যাত্রী তাঁর ব্যাগ পরীক্ষা করিয়ে ফি দিলে এই খরচ আবার বেশি।যা কিছুটা কম হবে আগে থেকে অনলাইনে পে করলে। গত সপ্তাহে ইউনাইটেড এয়ারলাইন্স সেই যাত্রীদের চেক্‌ড লাগেজ ফি বাড়িয়েছে, যাঁদের গন্তব্য উত্তর আমেরিকা। ২৪ ফেব্রুয়ারির পর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ইকনমি ক্লাসের যাত্রীদের প্রথম চেক্‌ড ব্যাগের জন্য খরচ বেড়ে হয়েছে ৪০ ডলার, তবে অগ্রিম দিলে ৩৫ ডলার পড়বে। দ্বিতীয় ব্যাগ চেকের জন্য ৫০ ডলার, আবার অ্যাডভান্স দিলে ৪৫ ডলার।বিমান সংস্থাগুলোর আর্জি, আগে থেকে এই অর্থ জমা করলে চেক-ইন ডেস্কের কর্মীরা কিছুটা চাপমুক্ত থাকবেন, যাত্রীরাও দ্রুত গেট পেরোতে পারবেন। ভারতে চেক-ইন লাগেজের ওজন নির্ধারিত সীমার চেয়ে বেড়ে গেলে বিমানযাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হয়।
  • Link to this news (এই সময়)