• Rainfall Forecast : চড়বে তাপমাত্রার পারদ, আজ দিনভর কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • শীতের দিন ফুরলো। গরমের পালা শুরু। বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে। শনিবার পর্যন্ত বঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও বর্তমানে ছত্তিশগড়ের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া?মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ থাকবে আংশিক মেঘলা। উপকূলের ও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল এবং পশ্চিমের কিছু জেলায়। হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে।মঙ্গলবার বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়তে পারে তাপমাত্রার পারদ। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার থেকে পরিষ্কার থাকবে আকাশ। শনিবার পর্যন্ত বঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ।দার্জিলিং জেলার পার্বত্য এলাকা গুলিতে এদিন চলতে পারে বৃষ্টিপাত। অন্যান্য জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে আবারও একবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি সাময়িক হলেও ধীরে ধীরে এবার তাপমাত্রার পারদ বাড়বে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের জেলাগুলিতেই।
  • Link to this news (এই সময়)