Supreme Court: দণ্ড সংহিতা বাতিল করার মামলা খারিজ শীর্ষ কোর্টে
এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের তিনটি নতুন ফৌজদারি আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তার আগেই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছিল যে, এই তিনটি নতুন আইনযেন কার্যকর না করা হয়। কিন্তু সোমবার সেই মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।আবেদনকারীকে বেঞ্চের প্রশ্ন, ‘আপনি ঠিক কী কারণে এই তিনটি আইন প্রণয়নে আপত্তি জানাচ্ছেন, একটু বলবেন কি?’ তিনি তার কোনও সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। তারপরেই সিজেআই বলেন, ‘এই মামলার কোনও সারবত্তা নেই। এমনকী এগুলো এখনও কার্যকর করা পর্যন্ত হয়নি। মামলা খারিজ করা হলো।’গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তিনটি আইনকে কার্যকর করার তারিখ জানিয়ে গেজ়েট নোটিফিকেশন করে। সেখানে এ-ও বলা হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (২) ধারায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মৃত্যু সংক্রান্ত যে বিষয়টি বলা রয়েছে, তা স্থগিত থাকছে। কারণ দেশজুড়ে এই ধারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছে।