• Mamata Banerjee : একশো দিনের টাকা মেটাচ্ছে রাজ্য, জানাতে চিঠি মমতার
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রাখায় সেই টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে জমা পড়ছে কি না, তা দেখার বিষয়টি সাধারণ মানুষকে অবগত করার জন্য চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, রাজ্যবাসীর উদ্দেশে সেই চিঠিতে লেখা থাকছে, ‘প্রিয় সাথী, আপনারা জানেন ১০০ দিনের কাজে কেন্দ্র দু’বছরের বেশি সময় আপনাদের ন্যায্য অধিকার গায়ের জোরে ও অবৈধভাবে আটকে রেখেছে। এই মজুরি আপনার আইনগত অধিকার। এই বঞ্চনার বিরুদ্ধে আমি, আমার সরকার এবং গোটা তৃণমূল কংগ্রেস পরিবার দফায় দফায় দিল্লি, কলকাতা এবং বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন করছি।’সূত্রের খবর, রাজ্যবাসীর উদ্দেশে চিঠিতে বলা হচ্ছে, ‘আপনার মতো পশ্চিমবঙ্গের সকল শ্রমদানকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের এই বকেয়া অর্থ আমাদের মা-মাটি-মানুষের সরকারের নিজ তহবিল থেকে পাঠানো হয়েছে। আপনার প্রাপ্য মজুরি আপনি পেয়েছেন কি না, তা সুনিশ্চিত করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার বিনম্র অনুরোধ রইল।’রাজ্যের সাধারণ মানুষকে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, রাজ্যের শ্রমদানকারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ২০২৪-২৫ অর্থবছরে পশ্চিমবঙ্গ সরকার ‘কর্মশ্রী’ নামক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জবকার্ডধারী পরিবার বছরে কমপক্ষে ৫০ দিন কাজ পাবে।প্রাপ্য মজুরি পাওয়ার ক্ষেত্রে কোনওরকম সমস্যায় পড়লে যাতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে জানান, সে কথাও বলা হচ্ছে রাজ্যবাসীকে।
  • Link to this news (এই সময়)