• Rajya Sabha Election 2024 : ১৫ আসনের হাড্ডাহাড্ডি লড়াই, ক্রস ভোটিংয়ের আশঙ্কা! কিছুক্ষণের মধ্যেই শুরু রাজ্যসভা ভোট
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ৫৬টি আসনে মঙ্গলবার রাজ্যসভা নির্বাচন। উত্তর প্রদেশের ১০টি, মহারাষ্ট্র এবং বিহারের ছয়টি, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশের পাঁচটি করে, গুজরাট এবং কর্নাটকের চারটি করে, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান এবং ওডিশার তিনটি করে, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের একটি করে আসনে ভোট। উত্তর প্রদেশ, কর্নাটক এবং হিমাচল প্রগেশে BJP-র জয়ের সম্ভাবনা বেশি। তবে এক একটি আসনে অতিরিক্ত প্রার্থী দাঁড় করানোয় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজ্যসভার লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই অনুমান।রাজ্যসভায় মোট কত সদস্য?রাজ্যসভার সদস্য সংখ্যা ২৪৫। এর মধ্যে ১২ জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন। ২৩৩ জন সদস্য রাজ্য এবং দুই কেন্দ্র শাসিত অঞ্চলের।কী ভাবে হয় রাজ্যসভা ভোটপ্রত্যেক রাজ্য এবং দুই কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতিনিধিদের নির্বাচন সেই রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য এবং এই কেন্দ্র শাসিত অঞ্চলের নির্বাচক মণ্ডলের সদস্যরা করেন। সিঙ্গল ট্রান্সফার ভোটিংয়ের মাধ্যমে এই ভোট হয়। প্রতিনিধিদের সংখ্যার অনুপাতের ভিত্তিতে রাজ্যসভা ভোট হয়। রাজ্যসভা নির্বাচনে ভোট দেন রাজ্য বিধানসভার বিধায়করা।রাজ্যসভায় কী ভাবে ভোটিং হয়?এখানে কোনও সিক্রেট ভোটিং নেই। ওপেল ব্যালট সিস্টেমে ভোট হয়। প্রত্যেক বিধায়ক ব্যালট বাক্সে নিজের ভোট জমা করার আগে দলের এজেন্টকে তা দেখান। এজেন্টকে ভোট না দেখালে সেটি গোনা হয় না।মোট ভোটের সংখ্যা/ রাজ্যসভা আসনের সংখ্যা + ১এখনও পর্যন্ত কতজন জিতেছেন৫৬টি আসনের জন্য মঙ্গলবার ভোট রয়েছে। রাজ্যগুলির মোট ৪১টি আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে BJP-র ৪০, কংগ্রেসের ছয়জন প্রার্থী। তৃণমূল কংগ্রেসের চারজন, YSRC-র তিনজন, RJD এবং BJD-র দু'জন করে, JDU, শিবসেনা, BRS-এর একজন করে প্রার্থী জয়ী হয়েছেন।বুধবার ক'টি আসনে ভোটগ্রহণ?রাজ্যসভার বাকি ১৫টি আসনের জন্য বুধবার ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশের ১০টি, কর্নাটকের চারটি এবং হিমাচল প্রদেশের একটি আসন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫টা থেকে শুরু হবে গণনা।উত্তর প্রদেশরাজ্যের ১০টি আসনের মধ্যে সাতটিতে BJP এবং তিনটিতে সমাজবাদী পার্টির জয় নিশ্চিত। তবে একটি আসন নিয়ে জট রয়েছে। একজন প্রার্থীর জয়ের জন্য ৩৭টি ভোট প্রয়োজন। BJP-র আটজন প্রার্থী রয়েছে এবং তাঁদের প্রত্যেকের জয়ের জন্য বিধানসভার ২৯৬টি ভোটের প্রয়োজন হবে। NDA-র বিধায়ক সংখ্যা ২৮৬। ১০টি ভোট কম রয়েছে তাদের হাতে। ফলে ক্রস ভোটিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। ইন্ডিয়া জোটের কাছেও লোকসভার আগে এটি অ্যাসিড টেস্ট।হিমাচল প্রদেশহিমাচল প্রদেশের একটি রাজ্যসভা আসনের জন্য কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিংভি। বিধানসভায় রয়েছে ৬৮ জন সদস্য। একজন প্রার্থীর জয়ের জন্য ৩৫টি ভোটের প্রয়োজন পড়বে। কংগ্রেসের কাছে রয়েছে ৪০ জন বিধায়ক। জয় মোটামোটি নিশ্চিত। তবে BJP-র প্রার্থী কংগ্রেস থেকে সদ্য দলবদল করা হর্ষ মহাজন। গেরুয়া শিবিরের আশা ক্রস ভোটিং হতে পারে। ফলে একটি টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছে।কর্নাটককর্নাটকের চারটি আসনের জন্য ময়দানে পাঁচজন প্রার্থী। কংগ্রেসের অজয় মাকেন, সৈয়দ নাসির হুসেন এবং জি সি চন্দ্রশেখর। BJP-র প্রার্থী নারায়ণসা ভেন্ডেজ। কর্নাটকে ২২৪ জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেসের ১৩৫ জন। BJP-র ৬৬ এবং JDS-এর ১৯ জন। তিনজন প্রার্থীর জয় সুনিশ্চিত করতে গেলে ১৩৫ জনেরই ভোট প্রয়োজন। BJP-JDS-এর মোট বিধায়ক সংখ্যা ৮৫। তাদের জয়ের জন্য ৯০টি ভোটের প্রয়োজন। চার নির্দল বিধায়কের সমর্থন পেলে তারা ৮৯টি ভোট পেতে পারেন। এরপর একটি ভোটের জন্য ক্রস ভোটিং হয় কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
  • Link to this news (এই সময়)