• World Will End In 2060 : আর মোটে ৩৬ বছর, তারপরই ধ্বংস হবে পৃথিবী! নিউটনের ভবিষ্যদ্বাণী কি আদৌ সত্যি হবে?
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ কিংবা উল্কাপাত। নানা সময় নানা ধরণের ঘটনায় একটা প্রশ্ন বারবার ওঠে, কবে ধ্বংস হবে পৃথিবী? ধর্মগ্রন্থগুলির আভাস, বিজ্ঞানীদের গবেষণা একাধিক ইঙ্গিত দিয়েছে। তবে জগৎবিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যর আইজ্যাক নিউটনের ভবিষ্যদ্বাণীই সবচেয়ে সঠিক বলে মনে করা হয়। ঠিক কী বলেছিলেন তিনি? তাঁর ভবিষ্যদ্বাণী কি আদৌ সত্য?কবে ধ্বংস হবে পৃথিবী?নানা সমীকরণ ছকে স্যর আইজ্যাক নিউটন পৃথিবী ধ্বংসের যে সময়কাল বের করেছিলেন, তা গণনা করলে দেখা যাবে আর মাত্র ৩৬ বছর মেয়াদ রয়েছে পৃথিবীর। এরপরই প্রাণের অস্তিত্ব থাকা সৌরজগতের এই একমাত্র গ্রহ ধ্বংস হয়ে যেতে পারে।লেডবাইবেল সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানাডার নিউটন প্রেজেক্টের পরিচালক স্টিফেন স্নোবেলেন বলেন, 'জগৎবিখ্যাত এই বিজ্ঞানী ছিলেন একাধারে পদার্থবিদ, গণিতবিদ এবং জ্যোতির্বিদ। তিনি ধর্মবিশ্বাসীও ছিলেন। প্রায়ই তাঁর মুখে শোনা যেত বাইবেলের নানা গাথা।' নিজের একটি ব্লগে স্টিফেন স্নোবেলেন লেখেন, 'স্যর আইজ্যাক নিউটন ইশ্বরে বিশ্বাস করতেন। বাইবেলের উপরও তাঁর আস্থা ছিল। তিনি বিশ্বাস করতেন একদিন পৃথিবী শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তবে বাইবেলের ভাষা সরাসরি কখনও ব্যবহার করেননি বিজ্ঞানী। খ্রিস্টানদের এই ধর্মগ্রন্থ থেকে তথ্য নিয়ে হিসাবনিকেশ করেছিলেন নিউটন।'স্টিফেন স্নোবেলেনের বক্তব্য অনুযায়ী, বাইবেল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এবং বৈজ্ঞানিক উপায়ে করা হিসেবনিকেশ করে স্যর আইজ্যাক নিউটন পৃথিবী ধ্বংসের সময়কাল নিয়ে একটি সিদ্ধান্ত এসেছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, আগামী ২০৬০ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।এখানেই শেষ নয়, পৃথিবী ধ্বংসের কারণ ছাড়াও ২০৬০ সাল নাগাদ বিশ্বের একাধিক প্রান্তে যুদ্ধ হতে পারে। তবে সম্পূর্ণ পৃথিবীর ধ্বংসের আভাস দেননি স্যর আইজ্যাক নিউটন। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০৬০ সাল নাগাদ এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে একটি নতুন বিশ্বের জন্ম নেবে।নিউটন প্রজেক্টের ডিরেক্টরের আরও দাবি, নিজের ভবিষ্যদ্বাণীতে একাধিক বাইবেলের তথ্য যুক্ত করেছিলেন স্যর আইজ্যাক নিউটন। তবে আদৌ বাস্তবে জগৎবিখ্যাত এই পদার্থ বিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী সঠিক হবে কি না, তার জন্য ৩৬ বছর অপেক্ষা করতে হবে।আদৌ সত্য নিউটনের ভবিষ্যদ্বাণী?স্যর আইজ্যাক নিউটনের এই তথ্য নিয়ে দ্বিমত রয়েছে বৈজ্ঞানিক মহলেই। উইকিপিডিয়ার মতে, ১৭০৪ সালে জগৎবিখ্যাত এই একটি পাণ্ডুলিপি লিখেছিলেন। যা কখনও প্রকাশিত হয়নি। সেখানে তিনি ২০৬০ সালের কথা উল্লেখ করলেও তবে সেটিকে পৃথিবী ধ্বংসের সময়কাল হিসেবে বলেননি। উইকিপিডিয়ার তথ্য বলছে এটি আদতে ভুয়ো এবং গুজব হিসেবে ছড়ানো।
  • Link to this news (এই সময়)