• Rajya Sabha Cross Voting : রাজ্যসভায় দেদার ক্রস ভোটিং? NDA না INDIA, অভিযুক্ত কোন দলের প্রার্থীরা?
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • উত্তর প্রদেশ, কর্নাটক এবং হিমাচল প্রদেশের ১৫টি আসনে লোকসভা ভোট চলছে। কর্নাটকে BJP এবং JDS জোট প্রার্থীকে ময়দানে নামিয়েছে। এতে খেলা ঘুরে যাওয়ার আশা রাখছে গেরুয়া শিবির। আবার হিমাচল প্রদেশে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির বিরুদ্ধে BJP প্রার্থী হর্ষ মহাজন। সেখানে রয়েছে কংগ্রেসের ৪০ জন বিধায়ক এবং BJP-র ২৫ জন বিধায়ক। প্রার্থীকে জিতিয়ে আনতে তেমন কসরত করতে হবে না বলেই মনে করছে হাত শিবির। যদিও ক্রস ভোটিং হয়েছে বলে সূত্র মারফত খবর রটে গিয়েছে।উত্তর প্রদেশমঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয় রাজ্যসভার ভোটগ্রহণ। শুরুতেই ধাক্কা খায় সমাজবাদী পার্টি। পদত্যাগ করেন দলের চিপ হুইপ মনোজ কুমার পাণ্ডে। রায়বরেলি এবং আমেঠি সংসদ কেন্দ্রের মধ্যে দুই বিধানসভা কেন্দ্রের সমাজবাদী পার্টি বিধায়করা ভোটিং শুরুর আগে বলেন, 'আমরা অন্তরাত্মার কথা শুনব। আমাদের হৃদয়ে রয়েছেন ভগবান রাম। আমরা তো তাঁরই বংশধর।' এরপর থেকেই ক্রস ভোটিংয়ের জল্পনা শুরু হয়েছে। এই তিনজন ছাড়াও সমাজবাদী পার্টির দুই বিধায়ক যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও শোনা গিয়েছে। তবে বিষয়গুলিকে গুরুত্ব দিতে নারাজ অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, 'BJP লোভ দেখিয়ে বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা করলেও তা বিফলে যাবে। আমাদের তিন প্রার্থী অনায়াসেই জয় পাবে। যারা ভয় পেয়েছেন তাঁরা ওদিকে যেতে পারেন।'কর্নাটকজল্পনার মাঝে কর্নাটক বিধানসভার BJP-র চিফ হুইপ দোদ্দানাগৌড়া জি প্যাটিল বলেন, 'নিশ্চিতভাবে বলতে পারি এস টি সোমশেখর ক্রস ভোটিং করেছেন। কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।' কর্নাটকের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ আবার বলেন, 'কোনও ক্রস ভোটিং হবে না। প্রয়োজনের তুলনায় বেশি ভোট পড়বে কংগ্রেসের বাক্সে। কোনও অন্য দলের তরফে আমাদের ভোট দিতে চাইলে বাধা নেই।'হিমাচল প্রদেশসূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে, আট থেকে ন'জন কংগ্রেস বিধায়ক হিমাচল প্রদেশে ক্রস ভোটিং করেছেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, 'আমাদের সমস্ত বিধায়করাই ভোট দিয়েছেন। আমি আশা করছি সকলেই দলের আদর্শ মেনে ভোটদান করেছেন। রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও তথ্য দেওয়া সম্ভব নয়। BJP-তে অন্তরাত্মা নামে কোনও বস্তু নেই। ওখানে কেবলমাত্র পয়সা দিয়ে অন্তরাত্মা চলে।'
  • Link to this news (এই সময়)