Gaganyaan Astronauts: গগনযান মিশনের ৪ মহাকাশচারী কারা? নাম ঘোষণা প্রধানমন্ত্রীর
এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে আরও এক পালক জোড়া স্রেফ সময়ের অপেক্ষা। ইসরোর গগনযান মিশন নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এই মিশনের মাধ্যমেই ভারত প্রথমবার মহাকাশ পাঠাবে চার নভোশ্চরকে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে প্রথমমনুষ্যবাহী মহাকাশ অভিযান গগনযান ঘোষণা করার পর থেকেই সম্ভাব্য মহাকাশচারীদের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে একাধিক। কাদেরকে 'আল্টিমেটলি' বেছে নেওয়া হবে, তালিকায় কারা কারা থাকবে তা জানার আগ্রহও প্রবল। এবার প্রকাশ্যে এল চার মহাকাশচারীর নাম। প্রথম ব্যাচের ওই চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চার মহাকাশচারীর গগনযান মিশনে অংশ নিতে চলেছেন। যে চার মহাকাশচারীকে নির্বাচিত করা হয়েছে তাঁরা সবাই উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন। চার মহাকাশচারী হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অজিথ কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, উইং কমান্ডার শুভাংশু শুক্লা।মহাকাশচারীদের থাকার জন্য ডিজাইন করা গগনযান মহাকাশযানটি মিশনের নিরাপত্তা ও সাফল্য নিশ্চিত করার জন্য উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে। মহাকাশযানটি লাইফ সাপোর্ট সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশে মানুষের জীবন টিঁকিয়ে রাখার জন্য অন্যান্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি দিয়ে সজ্জিত করা হবে। গগনযান মিশনের লক্ষ্য মহাকাশচারীদের পথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে যাওয়া। এই মিশন সফল হলে ভারতই হবে চতুর্থদেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পর সফল ভাবে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে।গনযান মিশনে অংশ নেওয়ার জন্য বহুজন আবেদন করেছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তাঁদের মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম ধাপে সফল হয়েছিল ১২ জন নভোশ্চর। এই বাছাই পর্ব চালায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) অধীনে ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন (IAM) বেশ কয়েকটি রাউন্ডের পর IAM ও ISRO চারজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেয়। ২০২০ সালে প্রথম দিকে ইসরো তাঁদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠিয়েছিল। তবে কোভিড-১৯-এর কারণে ট্রেনিংয়ে কিছুটা দেরি হয়। ২০২১ সালে প্রশিক্ষণ সম্পন্ন হয়। এরপর থেকে চারজনকেই বিভিন্ন সংস্থা ও সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারে অনেক ধরনের সিমুলেটর বসানো হচ্ছে। সেইসবগুলির উপর চারজন অনুশীলন করছেন। নজর দেওয়া হচ্ছে তাঁদের ফিটনেসের দিকে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হবে গগনযানকে। যে রকেটটি করে মহাকাশে পাড়ি দেবে গগনযান সেটির নাম দেওয়া হবে HRLV। পুরো নাম হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল।