Rahul Gandhi Lok Sabha Seat : ওয়েনাড নয়, লোকসভায় কোন কোন আসনে ভোটে লড়তে পারেন রাহুল?
এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
কেরালার ওয়েনাডকে বিদায় জানাতে পারেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। রাহুল গান্ধীর পাশাপাশি শশী থারুরের তিরুঅনন্তপুরম কেন্দ্রেও প্রার্থীর রাম প্রকাশ করেছে LDF। এই ঘোষণার পরই রাহুলের ওয়েনাড ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে।সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাহুল গান্ধী এ বার লোকসভায় তেলঙ্গানা এবং উত্তর প্রদেশের রায়বরেলি অথবা আমেঠি থেকে লড়বেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। রাহুল গান্ধীও আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে পুনরায় নামা নিয়ে কোনও মন্তব্য করেননি।কেরালায় ইন্ডিয়া জোটের কী হাল?কেরালার চার আসনে লোকসভা প্রার্থী ঘোষণা করেছে CPI। এই তালিকায় রয়েছে রাহুল গান্ধীর ওয়েনাড এবং শশী থারুরের কেন্দ্র তিরুঅনন্তপুরম। CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী তথা বর্ষীয়ান বাম নেত্রী অ্যানি রাজাকে রাহুলের কেন্দ্র থেকে ময়দানে নামিয়েছে CPI। উল্লেখ্য, বঙ্গে দোস্তি আর কেরালায় কুস্তি ফর্মুলার কথা রাজনৈতিক মহলের অজানা নয়। ফলে কেরালায় কোনওভাবেই ইন্ডিয়া জোট কার্যকরী হবে না তা আগেই স্পষ্ট করেছিলেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।অন্যদিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের তরফে ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে দু'টির বদলে তিনটি আসন চাওয়া হয়েছে বলেও সূত্রের খবর। মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কথা মাথায় রেখে তাদের তরফে ওয়েনাড আসনটি চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।আমেঠি কিংবা রায়বরেলিতে লড়বেন রাহুল?অনুমান করা হচ্ছে, তেলঙ্গানার একটি আসন থেকে লড়তে পারেন রাহুল গান্ধী। এ ছাড়া উত্তর প্রদেশের একটি আসনেই প্রার্থী হতে পারেন কংগ্রেস নেতা। সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন ওয়েনাডের সাংসদ। গতবারের লোকসভায় আমেঠি থেকে স্মৃতি ইরানির কাছে পরাজয়ের পর ফের একবার তিনি সে কেন্দ্রে দাঁড়াবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতার পর এই আসনটি হাত শিবিরের ঝুলিতেই এসেছে। তবে সূত্র মারফত এও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়াতে পারেন বরুণ গান্ধী।২০১৯ সালে রাহুল গান্ধীর ফলাফলরাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচেন আমেঠির পাশাপাশি ওয়েনাড থেকে ভোটে লড়েন। সেখানে স্মৃতি ইরানির কাছে তাঁর পরাজয় হয়। ওয়েনাডে অবশ্য তিনি চার লাখের বেশি ভোট পেয়ে অনায়াসেই জয় পেয়েছিলেন। তবে LDF প্রার্থী ঘোষণা করার পর থেকেই রটে গিয়েছে রাহুল গান্ধী আর এই আসনে লড়বেন না।কী বলছেন বৃন্দা কারাট?CPIM পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের বক্তব্য, 'বামেরা ইতিমধ্যেই ওয়েনাডে প্রার্থী ঘোষণা করেছে। মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী অ্যানি রাজা সেই আসনে লড়ছেন। এবার কংগ্রেস এবং রাহুল গান্ধীর ভাবনাচিন্তা করা উচিত। এই রাহুল সর্বদা বলেন তাঁর লড়াই BJP-র বিরুদ্ধে। সে ক্ষেত্রে ওয়েনাড আসন থেকে তাঁর লড়া উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করুক।'