ধৃত স্বামী, থানার গেটে পেট্রল হাতে আত্মহত্যার হুমকি স্ত্রীর
এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
স্বামীকে মিথ্যা কেসে ফাঁসানোর অভিযোগ তুলে বর্ধমান থানার সামনে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। সোমবার বিকেলে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষে পুলিশের গাড়ির এক চালক ও সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা।বিভিন্ন থানা এলাকায় গাঁজা ও অন্যান্য নিষিদ্ধ মাদক পাচারের সময়ে ধরা পড়ে জেল খেটেছে সরাইটিকর দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ রুবেল নামে এক যুবক। সম্প্রতি ৪ বছর ৮ মাস জেলে খেটে মাস চারেক আগে জামিনে ছাড়া পেয়েছে সে। এর পর ফের নিষিদ্ধ মাদক পাচারের সময়ে বর্ধমান থানার পুলিশ রবিবার রাতে রুবেলতে হাতেনাতে ধরে।ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধৃতের স্ত্রী ফিরদৌস বিবি সোমবার বিকেলে বর্ধমান থানার সামনে এসে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তাঁর বক্তব্য, ‘পুলিশ মিথ্যা অভিযোগে আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। আমাকে স্বামী বলেছে ও আত্মহত্যা করবে। দুটো ছোট ছেলে-মেয়ে নিয়ে আমি আর সংসার চালাতে পারছি না। আমার স্বামী মরে গেলে আমিও মরে যাব।’এদিন পেট্রলের বোতল হাতে নিজের মেয়েকে নিয়ে গায়ে পেট্রল ঢেলে এক মহিলাকে দেখে থানার সামনে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। ভিড় জমে যায় রাস্তায়।