• CAA Before Lok Sabha : লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ বিধি কার্যকর, খবর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা ভোটের আগেই চালু হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন? এই নিয়ে একাধিক জল্পনা চলছিল। মঙ্গলবার এই মর্মে বড় আপডেট মিলল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বলবৎ হতে পারে CAA। এমনটাই খবর পাওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।জানা গিয়েছে, লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করতে পারে CAA নোটিফিকেশন। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।লোকসভা ভোটের আগেই CAAলোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এমন জল্পনা বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। আইনের বিধিগুলি জনসমক্ষে আনতে সরকার প্রস্তুত বলে ইঙ্গিতও মিলেছে বেশ কয়েকবার।নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শীঘ্রই নাগরিকত্ব সংশোধনী আইনের বিধিগুলি জারি করা করা হতে পারে। আইনটি কার্যকরের পাশাপাশি যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে। লোকসভা নির্বাচনের আগে তা চালু করার চিন্তাভাবনা সরকার নিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন ওই আধিকারিক। ওই সরকারি আধিকারিক আরও জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রস্তুত। তৈরি অনলাইন পোর্টালও। পুরো প্রক্রিয়াটি অনলাইনেই হবে।উল্লেখ্য, ২০১৯ সালের এই আইন এখনও পর্যন্ত দেশে চালু হয়নি। তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখে খুব দ্রুত যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে সরকারি তরফে।CAA কার্যকর হলে কাদের উপর প্রভাব?২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই এই CAA। বিভ্রান্তি দূর করার জন্য স্পষ্ট জানিয়েছে কেন্দ্র। ওই তিন দেশ বা অন্য কোনও দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনও বিদেশি শরণার্থীদের জন্য CAA কার্যকর হবে না। কেন্দ্রের দাবি, এ দেশের নাগরিকদের মৌলিক অধিকার CAA আইনের জেরে কোনওভাবেই প্রভাবিত হবে না। ভারতের মুসলিমদেরও উপরও কোনও প্রভাব পড়বে না। পরিষ্কার জানিয়েছে নয়াদিল্লি। কোনও ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না CAA। আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে কেন্দ্র লোকসভা ভোটের আগে এই আইন জারি করা হলে ফের দেশজুড়ে বিরোধ শুরু হওয়ার আশঙ্কা।
  • Link to this news (এই সময়)