Lok Sabha Election 2024: ভোটের দামামা বাজার আগেই তৎপরতা! দিল্লি-হরিয়ানায় প্রার্থী ঘোষণা AAP-এর
এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
লোকসভা নির্বাচন আর ক'দিন বাদেই দোরগোড়ায় কড়া নাড়বে। নির্বাচনকে মাথায় রেখে হরিয়ানায় প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি। দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং হরিয়ানার দলীয় সভাপতি সুশীল গুপ্তকে কুরুক্ষেত্র লোকসভা আসন থেকে প্রার্থী করল আপ। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কুরুক্ষেত্র আসনে লড়ছে আপ। হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। ৯টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। বর্তমানে সবক'টি আসনই বিজেপির দখলে রয়েছে।অন্যদিকে দিল্লি লোকসভা কেন্দ্রে সাতটি আসনের মধ্য়ে ৪টি আসনে প্রার্থী দিচ্ছে আপ ও তিনটি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে। আপের তরফে দিল্লির চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যে চারজন প্রার্থীকে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেছে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে তিন জনই বর্তমানে আপ বিধায়ক। আম আদমি পার্টির ঘোষণা অনুযায়ী, নয়াদিল্লি থেকে আপের হয়ে লড়বেন সোমনাথ ভারতী, পশ্চিম দিল্লি থেকে বেছে নেওয়া হয়েছে মহাবল মিশ্র, পূর্ব দিল্লি থেকে লড়বেন কুলদীপ কুমার, দক্ষিণ দিল্লিতে আপের তরফে টিকিট পেলেন সাহিরাম।চার প্রার্থী আম আদমি পার্টির পুরনো কর্মী ও নেতা। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের প্রতি আস্থা প্রকাশ করেছে দল। এর মধ্যে সোমনাথ ভারতী, কুলদীপ কুমার, সাহিরাম আম আদমি পার্টির বিধায়ক। সোমনাথ ভারতী দিল্লি জলবোর্ডের উপাধ্যক্ষ এবং দিল্লির প্রাক্তন মন্ত্রীও বটে। পর পর তিন বারের বিধায়ক সাহিরাম পাহলওয়ান। দিল্লি, হরিয়ানা, গুজরাট ও গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে বলে আপ নেতৃত্ব জানিয়েছে। তবে পঞ্জাবে কংগ্রেস ও আপ লড়াই করবে পৃথক ভাবে। আপ-এর এক বর্ষীয়ান নেতা সন্দীপ পাঠক জানিয়েছেন, আমরা পাঁচ রাজ্যে মোট ২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।উল্লেখ্য়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাত আসনের মধ্যে পাঁচ আসনে কংগ্রেস ছিল দ্বিতীয় স্থানে। দুই আসনে বিজেপির পরেই ছিল কেজরিওয়ালের দল। সাত লোকসভা আসনেই নিরঙ্কুশ জয় পায় গেরুয়া শিবির। এবার বিরোধী জোট ইন্ডিয়াকে মজবুত করতে দিল্লিতে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন কেজরিওয়াল ও রাহুল গান্ধীর দল। চণ্ডীগড় লোকসভা আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে কেজরিওয়ালের দল। চণ্ডীগড়ের মতো দুই আসনের গোয়াতেও কংগ্রেসই আপের সমর্থনে প্রার্থী দেবে। গুজরাটেও আপ ও কংগ্রেস জোট বেঁধেই লড়বে। কংগ্রেস ও আপকে ছেড়ে দিয়েছে গুজরাতের ভারুচ এবং ভাবনগর আসনটি। তবে এই দুই আসনে কারা প্রার্থী হচ্ছেন, তা এখনও আপের তরফে জানানো হয়নি।