সদ্য বিয়ে সেরেছেন। আর তারপরই স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন ২৫ বছরের যুবক। তবে আনন্দের সেই বেড়ানো পরিণত হল বিষাদে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চিড়িয়াখানার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ব্যক্তি। তারপর স্ত্রী যা করলেন, শুনলে চমকে উঠবেন আপনিও।মর্মান্তিক ঘটনাটি দিল্লির। ২৫ বছর বয়সী সদ্য বিবাহিত অভিষেক আলুওয়ালিয়া তাঁর নতুন বউ অঞ্জলিকে নিয়ে সোমবার দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু, ঘুরতে ঘুরতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ২৫-এর অভিষেক। দরদর করে ঘামতে শুরু করেন তিনি। সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। স্বামীর এ হেন পরিস্থিতি দেখে প্যানিক করে যান অঞ্জলি। মোবাইলে খবর দেন পরিবারের লোকজনকে। দ্রুত অভিষেককে উত্তর পূর্ব দিল্লির কারওয়াল নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর।এরপর অভিষেক আলুওয়ালিয়ার দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী অঞ্জলি। সবার অলক্ষে বাড়ির বারান্দায় গিয়ে সাততলা থেকে সোজা ঝাঁপ মারেন। গাজিয়াবাদের বৈশালি সেক্টর-৩ এলাকায় থাকতেন এই নবদম্পতি। রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি। জানা গিয়েছে, মাত্র ছয়মাস আগে বিয়ে হয়েছিল অভিষেক এবং অঞ্জলির। এর মধ্যে এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত দুই পরিবার।ঠিক একইভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর মিলেছে মধ্য় প্রদেশের গুনায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। ক্রিকেট খেলার মাঝে আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮ বছরের যুবকের। ক্রিকেট খেলার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন দীপক খানদেকার। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স ইনচার্জ জানিয়েছেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যুবকের পালস পাওয়া যাচ্ছিল না। যুবকের পরিবার ময়নাতদন্তে রাজি হয়নি। বন্ধুদের সঙ্গে কলোনি ও পারভা গ্রামের মাঝে একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তাঁরা। সেসময় ব্যাট করছিল তাঁর টিম। তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্যাট করার জন্য। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন যুবকের বন্ধুরা। তবে বাঁচানো যায়নি দীপককে।