• PM Narendra Modi : 'বাংলা-দিল্লিতে BFF, কেরালায় আদায় কাঁচকলায়!' CPIM-কংগ্রেসকে একহাত মোদীর
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • কংগ্রেস এবং CPIM আসলে BFF। অর্থাৎ বেস্ট ফ্রেন্ড ফরেভার। এমনই কটাক্ষ শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। তিনি এদিন কেরালার তিরুঅনন্তপুরমে পৌঁছন। সেখানে BJP-র রাজ্য ইউনিটের আয়োজিত সভা থেকে তাঁর তোপ, 'অন্য রাজ্যে বাম আর কংগ্রেস বেস্ট ফ্রেন্ড ফরেভার। তবে কেরালাতে ওরা চিরশত্রু।'CPIM-কংগ্রেসকে আক্রমণ মোদীরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, 'কেরালার তিরুঅনন্তপুরমে বাম এবং কংগ্রেসের আদায় কাঁচকলায় সম্পর্ক। অথচ দিল্লিতে তাদের ইক্যুয়েশন একদম আলাদা। আবার পশ্চিমবঙ্গে অন্যরকম সমীকরণ দুই দলের।' উল্লেখ্য, দিল্লি, গুজরাট এবং গোয়াতে সম্প্রতি জট কাটিয়ে ফেলেছে ইন্ডিয়া জোট। আম আদমি পার্টির সঙ্গে সমঝোতা করে ফেলেছে কংগ্রেস।কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্পর্কেও তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কমিউনিস্টরা কংগ্রেসের উপর লাঠি চার্জ করেছে। তবে কেরালার বাইরে ইন্ডিয়া জোটে এদের গলায় গলায় বন্ধুত্ব। একসঙ্গে বসে, সিঙাড়া-বিস্কুট আর চা খায়। তিরুঅনন্তপুরমে তারা একরকম কথা বলে আর দিল্লিতে গিয়ে অন্য কথা বলে। লোকসভা ভোটে মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে।'ওয়েনাড ছাড়ছেন রাহুল গান্ধী?কেরালায় ক্ষমতাসীন। LDF-এর পক্ষ থেকে ইতিমধ্যেই চার আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের সিনিয়র নেতা অ্যানি রাজাকে রাহুল গান্ধীর ওয়েনাড আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পার্টির জাতীয় ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি। এই বছর প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের খাতিয়ে এই আসন ছেড়ে দিতে পারেন রাহুল গান্ধী। এমনটাই জল্পনা রটে গিয়েছে সর্বত্র। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। এদিকে, গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাডের পাশাপাশি আমেঠি থেকেও লড়েছিলেন। কিন্তু, সেখানে স্মৃতি ইরানির কাছে তিনি পরাজিত হন। সে ক্ষেত্রে আমেঠি থেকে এ বছর না লড়াই করার সম্ভাবনাও কম।কোন কোন আসনে লড়তে পারেন রাহুল গান্ধী?সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাহুল গান্ধী এ বার লোকসভায় তেলঙ্গানা এবং উত্তর প্রদেশের রায়বরেলি অথবা আমেঠি থেকে লড়বেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। রাহুল গান্ধীও আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে পুনরায় নামা নিয়ে কোনও মন্তব্য করেননি। বঙ্গে দোস্তি আর কেরালায় কুস্তি ফর্মুলার কথা রাজনৈতিক মহলের অজানা নয়। ফলে কেরালায় কোনওভাবেই ইন্ডিয়া জোট কার্যকরী হবে না তা আগেই স্পষ্ট করেছিলেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে এদিন বৃন্দা কারাট বলেন, 'বামেরা ইতিমধ্যেই ওয়েনাডে প্রার্থী ঘোষণা করেছে। মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী অ্যানি রাজা সেই আসনে লড়ছেন। এবার কংগ্রেস এবং রাহুল গান্ধীর ভাবনাচিন্তা করা উচিত। এই রাহুল সর্বদা বলেন তাঁর লড়াই BJP-র বিরুদ্ধে। সে ক্ষেত্রে ওয়েনাড আসন থেকে তাঁর লড়া উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করুক।'
  • Link to this news (এই সময়)