• Heart Attack: ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকাই হার্ট অ্যাটকে, মৃত ২৮ বছরের যুবক
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • এভাবে যে অচিরেই প্রাণ প্রদীপ নিভে যাবে ভাবতে পারেননি। কোভিড কাল পেরিয়ে গেলেও প্রভাব রয়ে গিয়েছে। সম্প্রতি দেশে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে। অল্পবয়সীদেরও প্রাণ চলে যাচ্ছে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে। মধ্য় প্রদেশের গুনায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। ক্রিকেট খেলার মাঝেই আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮ বছরের যুবকের। গুনার ফতেগড় গ্রামের ঘটনা।ক্রিকেট খেলার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন দীপক খানদেকার। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স ইনচার্জ জানিয়েছেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যুবকের পালস পাচ্ছিলেন না তাঁরা। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যুবকের। যুবকের পরিবার ময়নাতদন্তে রাজি হয়নি। খান্দেকারের মামা নারায়ণ চৌগুলে জানিয়েছেন, যুবক বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। বন্ধুদের সঙ্গে কলোনি ও পারভা গ্রামের মাঝে একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তাঁরা। সেসময় ব্যাট করছিল তাঁর টিম। তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্যাট করার জন্য। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন যুবকের বন্ধুরা। তবে বাঁচানো যায়নি দীপককে। মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল দীপকের। আর তার মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া।উল্লেখ্য,দিন কয়ে আগেই রাজগড় জেলার খুজনরে ১৭ বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীর আচমকা মৃত্যুতে শোকের ছায়া। রবিবার দুপুরে নবোদয় বিদ্যালয়ে ক্লাস টুয়েলভের ১৭ বছরের ছাত্রী রিঙ্কু তাঁর বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎই কথা বলতে বলতে মাটিতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা বিষয়টি জানায় স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের কর্তৃপক্ষের তরফে তাকে খুজনার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।গত কয়েকমাসে মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে হৃদরোগে মৃত্যুর ঘটনায় বেশ আতঙ্কিত স্থানীয়রা। গত ৪ জানুয়ারি পিএইচসি অফিসে চা খেতে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হনুমান কলোনির মধুর তিওয়ারি। তার ঠিক তিন দিন পরে ৭ জানুয়ারি রাতে শ্রীরাম কলোনির বাসিন্দা বছর ২৮ এর রাজকুমারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তবে নব বিবাহিত যুবক দীপকের মৃত্যুতে শোকের ছায়া অঞ্চলে।
  • Link to this news (এই সময়)