• 'সব দেওয়া হবে', আইপ্যাক-এর 'অফার' নিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • সামনেই লোকসভা নির্বাচন। আর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিকমহলে। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। সেই পোস্টে মোহিত সেনগুপ্ত দাবি করেন, তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যতই তাঁকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রলোভন দেওয়া হোক তিনি আমরণ কংগ্রেসেই থাকবেন এবং আমৃত্যু তিনি জাতীয় কংগ্রেসের পতাকা নিয়েই চলবেন।মোহিত পোস্টটিতে সরাসরি লিখেছেন,'জেলায় কি তৃণমূল দলের কোনও নিভর্রযোগ্য নেতা নেই যিনি লোকসভায় প্রার্থী হবেন? কী জানি হয়তো নেই, তাই হয়তো দিদিমণি দূত পাঠান বারেবারে। মোহিতবাবু আপনাকে তৃণমূল দলে আসতেই হবে, আপনাকে সব দেওয়া হবে, লোকসভার প্রার্থী, জেলা সভাপতি, আর আপনি যা চান! রায়গঞ্জ পৌরসভা, বিধানসভা সব আপনার পছন্দ মতো করা হবে। ওরকম প্রলোভনের মুখে থুতু। কেন দিদিমনি আপনার দলে সবাই তো রত্ন। আমরা নিঃস্ব । তবুও আমাদেরই চাই কেন? কারণ আপনিও জানেন দল পাল্টানো শিল্পপতি লোকসভায় প্রার্থী হয়ে যদি জিতে যায় (তৃণমুল দলে থেকে বিরোধীদের PAC কমিটির চেয়ারম্যান) তাকে আটকে রাখা অসম্ভব। যদি বা কোনও মন্ত্রী প্রার্থী হন তাঁকেও আটকে রাখা অসম্ভব, কারণ আজও দাড়িভিটের রক্ত তাঁর হাতে লেগে আছে। তাই সব ছেড়ে ছুড়ে মোহিত সেনগুপ্তকে ধরো। বাঃ, আজও এত ভয় কংগ্রেসকে!'তিনি আরও লেখেন, 'দিদিমনি আজ আবারও সকলের সামনে প্রকাশ্যে বলে রাখছি, দলত্যাগের থেকে দেহত্যাগ অনেকবেশি আনন্দের। আমি দেহত্যাগ করতে রাজি, কিন্তু দলত্যাগ নয়। শেষ যাত্রায় আমার শরীরে থাকবে কংগ্রেসের তিরঙ্গা পতাকা। আমার দেহ যখন যাবে, দেহ থাকবে কংগ্রেসীদের কাঁধে, আপনার বা অন্য কোনও দলের কেউ যেন আমার দেহের সংস্পর্শে না আসে। এটাই আমার এক এবং শেষ বক্তব্য।'মোহিত সেনগুপ্তর এই ফেসবুক পোস্ট নিয়ে দিনভর উত্তাল থাকে জেলার রাজনীতি। মোহিত সেনগুপ্ত দাবি করেন, আইপ্যাকের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। তাঁকে যে কোনও পদ দিতেও নাকি রাজি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁর সাফ কথা, যে দল চুরির সঙ্গে যুক্ত, পুরসভা ভোটে লুঠতরাজ চালিয়েছে, তিনি আমৃত্যু সেই দলে যাবেন না। যদিও এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, বিষয়টি তাঁর জানা নেই। সে কারনে তিনি কোনও মন্তব্য করতে চান না। একইসঙ্গে কানাইয়ালালের দাবি, এই জেলা তথা রাজ্যে তৃণমূল কংগ্রেসে কোথাও কোনও সংকট নেই। সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে। এদিকে মোহিত সেনগুপ্তের এই বক্তব্যের প্রেক্ষিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, '২০২১ সালে মোহিতবাবুর জমানত জব্দ হয়েছে, তিনি নিরাশায় ভুগছেন।'
  • Link to this news (এই সময়)