• সুগার-প্রেসার থাকলেও দুশ্চিন্তা নেই, ৭৫ লাখ রোগীকে বিশেষ চিকিৎসার উদ্যোগ সরকারের
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • বর্তমানে বহু মানুষই হাই সুগার - ডায়াবেটিস ও হাই প্রেসার বা লো প্রেসারের মতো সমস্যায় ভোগেন। এমনকী কখনও কখনও এই রোগের কারণে দেহে অন্যান্য রোগও বাসা বাধে। এককথায় বলতে গেলে এই ধরণের সমস্যায় বহু মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। কখনও কখনও অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর জীবনযাপন, আর কখনও পারিবারিকভাবে এই সমস্যা দেখা দেয় মানুষের শরীরে। তাই এবার এই দুই শারীরিক সমস্যাকে বাগে আনতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। ২০২৫ সালের মধ্যে রাজ্যের ৭৫ লাখ হাই প্রেশার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের সবক'টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী, বাংলার ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের সুগার এবং ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। সংখ্যার দিক থেকে তা হল যথাক্রমে ৯০ লাখ ও ১ কোটি। তার মধ্যেই ৭৫ লাখ সুগার ও প্রেশারের রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মধ্যে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশের ৭৫ লাখ হাই প্রেশার ও সুগারের রোগীকে আদর্শ চিকিৎসার অধীনে আনা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের কর্তাদের অনেকেই মনে করছেন, লক্ষ্য স্থির করলেই তো হবে না, সেটি পূরণ করতে হবে। প্রশ্ন হল কী ভাবে? স্বাস্থ্য দফতর সূত্রে খবর -
  • Link to this news (এই সময়)