• CPIM Lok Sabha Candidate List : 'রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন কেউ বিশ্বাস করে না', লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেই কংগ্রেসকে আক্রমণ সিপিএমের
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • CPI-এর পর এবার কেরালায় লোকসভার প্রার্থী ঘোষণা করল CPIM। রাজ্যের ১৫টি আসনে লড়ছে শাসকদলের সংখ্যাগরিষ্ঠ পার্টি। মঙ্গলবার CPIM-এর রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন প্রার্থীদের নাম ঘোষণা করেন।CPIM-এর প্রার্থীতালিকায় কারা?আলাপ্পুজা থেকে ফের ভোটে লড়বেন কেন্দ্রের বর্তমান সাংসদ এ এম আরিফ। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা কে এস হামসা CPIM-এর টিকিটে লড়বেন পোন্নানি কেন্দ্র থেকে। এখনও পর্যন্ত দলের কার্ডহোল্ডার না হওয়া সত্ত্বেও তিনি কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই ভোটে দাঁড়াবেন বলে খবর। এ ছাড়াও আলাথুর আসন থেকে কে রাধাকৃষ্ণণ, আত্তিঙ্গাল আসন থেকে ভি জয়, চালাকুড্ডি আসন থেকে অধ্যাপক সি রবীন্দ্রনাথ, এরনাকুলাম থেকে কে জে শিন্ডে, ইদুক্কি আসন থেকে জয়েস জর্জ, কান্নুর আসন থেকে এম ভি জয়রজন, কাসারাগড আসন থেকে এম ভি বালাকৃষ্ণণ, কোল্লাম আসন থেকে এম মুকেশ, কোঝিকোড় থেকে এলামারাম করিম, মল্লপুরম থেকে ভি ওয়াসিফ, পালাক্কড় থেকে এ বিজয়রাঘবন, পাথানমথিট্টা থেকে টি এম থমাস এবং ভদকরা আসন থেকে কে কে শৈলজা ২০২৪-এর নির্বাচনে CPIM-এর প্রার্থী। এই তালিকায় রয়েছে মন্ত্রী, পলিটব্যুরো সদস্য এবং তিন CPIM জেলা সম্পাদক।কংগ্রেসকে তীব্র আক্রমণ২০১৯ সালে কেবলমাত্র আলাপ্পুজা আসন থেকে জয় পেয়েছিল CPIM। সেই বদনাম ঘুচিয়ে এবার ভালো ফলের আশায় বামেরা। CPIM-এর রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন বলেন, 'LDF ২০টি আসনে জয় পাবে। ২০১৯ সালে রাহুল গান্ধী ফ্যাক্টর কাজ করেছিল কেরালায়। যা এবার প্রভাব ফেলবে না। কেউ বিশ্বাস করে না রাহুল গান্ধী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কংগ্রেসের এই ভুয়ো প্রতিশ্রুতি কেউ এবার আর মানবে না।' কংগ্রেস এবং BJP প্রার্থীদের হারানোর ক্ষমতা রয়েছে, এমনটাও জানিয়েছেন তিনি। আর সে কারণেই অভিজ্ঞ নেতাদের লোকসভার টিকিট দেওয়া হয়েছে।প্রার্থী ঘোষণা CPI-এরকেরালার চার আসনে লোকসভা প্রার্থী ঘোষণা করেছে CPI। দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী তথা বর্ষীয়ান বাম নেত্রী অ্যানি রাজাকে রাহুলের কেন্দ্র থেকে ময়দানে নামিয়েছে CPI। তালিকায় রয়েছে শশী থারুরের কেন্দ্র তিরুঅনন্তপুরম। এই কেন্দ্রেও লড়বেন CPI প্রার্থী। বঙ্গে দোস্তি আর কেরালায় কুস্তি ফর্মুলা, রাজনৈতিক মহলে পরিচিত। কেরালায় কোনওভাবেই ইন্ডিয়া জোট কার্যকরী হবে না তা আগেই স্পষ্ট করেছিলেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফলে ইন্ডিয়া জোটের বন্ধুত্বপূর্ণ সমঝোতা কেরালায় কার্যকরী হচ্ছে না তা বলাই বাহুল্য। CPIM পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট এদিন বলেন, 'কংগ্রেসের উচিত ভাবনাচিন্তা করা আদৌ রাহুল গান্ধীকে ওয়েনাড আসন থেকে দাঁড় করানো উচিত কি না।' রাহুল যে সর্বদা BJP-র বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প গ্রহণ করেছেন, এ কথাও স্মরণ করিয়ে দেন CPIM নেত্রী।প্রধানমন্ত্রীর তোপকেরালার তিরুঅনন্তপুরম থেকে কংগ্রেস এবং CPIM-কে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, 'বঙ্গে আর দিল্লিতে এরা বেস্ট ফ্রেন্ড ফরেভার। কিন্তু, কেরালায় চিরশত্রু। মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে।'
  • Link to this news (এই সময়)