• 2024 Lok Sabha Election: নির্বাচনে লড়বেন এস জয়শংকর-নির্মলা সীতারমন? 'স্টেপ আউট' করেও পিছিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও পর্যন্ত ঘোষণা না হলেও লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে কেন্দ্রের শাসক বেশ কয়েক মাস আগেই রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে মার্চের মধ্যেই লোকসভা নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বড় ঘোষণা করে দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তবে কিছুক্ষণ পরেই অবশ্য নিজেই সেই বক্তব্য প্রত্যাহার করে নেন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী দাবি করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন ও বিদেশ মন্ত্রী এস জয়শংকর। তবে কোথা থেকে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়ে কিছু খোলসা করেননি তিনি। বিষয়টি নিয়ে বেশ জল্পনা শুরু হয়। এরই কিছুক্ষণ পরে অবশ্য নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন প্রহ্লাদ যোশী। জানান, তিনি কারও নাম করে কিছু বলতে চাননি।কেন্দ্রীয় মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে প্রহ্লাদ যোশী জানান, এখনই এই বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। সেই সময় তাঁর মুখে শোনা যায় এস জয়শংকর ও নির্মলা সীতারমনের কথা। তবে কিছুক্ষণ পরেই অবশ্য এই বক্তব্য প্রত্যাহার করে নেন যোশী। বলেন, 'আমি শুধুমাত্র বলেছি যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিশেষ ভাবে কারও নাম উল্লেখ করতে চাইনি। বিজেপি জাতীয় দল, দলই যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। আমি সেভাবে কিছু বলতে চাইনি।' সীতারমন ও জয়শংকর দু'জনেই রাজ্যসভার সদস্য। ২০১৯ সালে নির্বাচনে তাঁরা অবশ্য লড়াই করেননি। গুজরাট থেকে জিতে রাজ্যসভায় এসেছেন জয়শংকর। আর সংসদের উচ্চকক্ষে কর্নাটকের প্রতিনিধিত্ব করেন সীতারামন। এমনিতে রাজনৈতিক মহলের মতে, বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করে যে দ্বিতীয় মোদী সরকারের অন্যতম টপ 'পারফর্মার' হলেন জয়শংকর এবং সীতারামন।কর্নাটক বিজেপি প্রধান বিওয়াই বিজয়েন্দ্র এর আগে নিশ্চিত করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও জনতা দল (JDS) ২৮টি লোকসভা কেন্দ্র থেকে জোট বেঁধে লড়াই করবে। কর্নাটক বিজেপি প্রধানের কথায়, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমাদের দলের নেতারা জানিয়েছেন বিজেপি ও জেডিএস ২৮টি লোকসভা কেন্দ্রের সবক'টি আসনে জোট বেঁধে লড়াই করবে। ২৮টি লোকসভা আসনে জেতার ১০০ শতাংশ চেষ্টা করব।' শনিবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে পাঁচ রাজ্যের কোর গ্রুপের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষের উপস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এই বৈঠক হয়। উত্তর প্রদেশ, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থানের লোকসভা আসনগুলির প্রস্তুতির জন্য আলোচনা করা হয়েছে বলে বৈঠকে বলে সূত্রের খবর। ১০০টিরও বেশি লোকসভা আসন নিয়ে আলোচনা করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ২৯ ফেব্রুয়ারি বা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে সারা দেশে লোকসভা নির্বাচন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
  • Link to this news (এই সময়)