জন্মহার কমতে-কমতে এ বার আক্ষরিক অর্থেই মাথায় হাত পড়ার মতো অবস্থা জাপানের। কোরিয়া, চিনের মতো জাপানের তরুণ প্রজন্মও যে বিয়েতে ইচ্ছুক নয়, তার আভাস মিলছে প্রায় রোজই। গোদের উপর বিষফোঁড়া শিশুজন্মের হারে লাগাতার অধঃপতন। নানাবিধ চেষ্টা করেও কিছুতেই যেন অন্ধকার কাটাতে পারছে না ‘সূর্যোদয়ের দেশ’।এই নিয়ে পরপর আট বছর— জন্মহার রেকর্ড গতিতে কমেই চলেছে জাপানে। মঙ্গলবার জাপানে জন্ম ও বিয়ের হার সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, গত আট বছরের মধ্যে ২০২৩ সালেই শিশুজন্মের হার সবচেয়ে বেশি কমেছে।গত বছর জাপানে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশুর জন্ম হয়েছে। যা ২০২২-এর তুলনায় ৫.১ শতাংশ কম। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের পূর্বাভাস— এই রেট বজায় থাকলে ২০৭০ নাগাদ জাপানের জনসংখ্যা বর্তমানের তুলনায় ৩০ শতাংশ কমে ৮ কোটি ৭০ লাখে গিয়ে দাঁড়াবে।