• Transport Department : গাড়ির বকেয়া জরিমানা মকুবের সময়সীমা বাড়ল
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • গাড়ির বকেয়া কর মেটানোর ক্ষেত্রে জরিমানা মকুবের জন্য যে প্রকল্প রাজ্য পরিবহণ দপ্তর ঘোষণা করেছে, সেই ওয়েভার স্কিমের সময়সীমা বাড়ানো হলো। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ফেব্রুয়ারিতেই প্রকল্পের সময়সীমা শেষ হচ্ছিল। কিন্তু বিভিন্ন পরিবহণ সংগঠনের তরফে তা বাড়ানোর জন্য পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে দপ্তর জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো সময়সীমা। ১ জানুয়ারি ওয়েভার স্কিম চালু করে পরিবহণ দপ্তর।গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মেটালে জরিমানায় ছাড় মিলবে বলে জানানো হয়। দপ্তর জানিয়েছিল, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে বকেয়া কর মেটালে জরিমানার ১০০ শতাংশ মকুব হবে। এ বার ৩১ মার্চ পর্যন্ত সেই বকেয়া মেটালে মিলবে একশো ভাগ ছাড়।গাড়ি ও বাস মালিকদের সংগঠন ‘জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স’-এর তরফে সম্প্রতি পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়, যে সব গাড়ির বিরুদ্ধে পলিউশন কেস রয়েছে, তার জরিমানার টাকা না মেটালে সিএফ (সার্টিফিকেট অফ ফিটনেস) করাতে পারছে না। ওই জরিমানা মেটানোর সময়সীমাও বাড়ানোর আবেদন জানানো হয়। এ দিনের বিজ্ঞপ্তিতে তা-ও বাড়ানো হয়েছে। বাণিজ্যিক গাড়িতে ‘ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ বসানোর সময়সীমাও ছিল ফেব্রুয়ারি পর্যন্ত। তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
  • Link to this news (এই সময়)