ধীরে ধীরে বদলাবে বঙ্গের আবহাওয়া। ক্রমশ চড়বে তাপমাত্রা পারদ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাত। শীত, গরম, বৃষ্টি-আবহাওয়ার মুড স্যুইং হয়ে চলেছে ক্রমাগত। ঋতু ভাগাভাগি থাকলেও সেই লাইন মানতে চাইছে না আবহাওয়ার খামখেয়ালি মন। আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে কলকাতা তথা রাজ্যের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে কলকাতার তাপমাত্রা। শনিবার পর্যন্ত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের একবার কলকাতায় বৃষ্টিপাত হতে পারে।মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক থাকবে জেলাগুলির আবহাওয়া। রবিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে সমস্ত জেলাগুলিতে। বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া জেলাগুলিতে।কিন্তু, সপ্তাহান্তে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ভিজতে পারে একাধিক জেলা। তবে তার আগে তাপমাত্রা বাড়ায় জেলাগুলিতে গরমে ভোগান্তি বাড়বে।আগামী কয়েক দিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ে উঁচু পার্বত্য এলাকায় হাওয়া বদলের সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা।এদিকে অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরালা, তামিলনাডু এবং দক্ষিণ ভারতে বাড়তে পারে গরম। অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে।