• ED Raid : ফের ইডির হানা, একযোগে কলকাতা ও জেলার ৬ জায়গায় তল্লাশি
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এবার কলকাতা ও উত্তর ২৪ পরগানর মোট ৬ জায়গায় অভিযান ইডির। রাইপুরে অ্যাপ প্রতারণা ও আর্থিক তছরুপের ঘটনায় কলকাতাও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গাগুলি।জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের রাইপুরে একটি অ্যাপ প্রতারণা ও জিএসটি কর ফাঁকির অভিযোগ ওঠে। একাধিক জায়গায় এটি নিয়ে তদন্তও হয়েছে। এবার সেই মামলাতেই এবার সল্টলেকের ব্যবসায়ী সূরজ চোখানির নাম উঠে আছে। তারপরেই ওই ব্যবসায়ীর অলাইন গেমিং অ্যাপের অফিসে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। এছাড়া সল্টলেট, মধ্য কলকাতা, উত্তর ২৪ পরগনার ইছাপুর সহ মোট ৬ জায়গায় তল্লাশি অভিযানে নামেন ইডি তদন্তকারীরা।ইডি সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে কয়েকশো কোটি টাকার তছরুপের অভিযোগকে সামনে রেখে তদন্ত চালাচ্ছে তাঁরা। সেই সময়ই ইডির কর্তারা জানতে পারেন কলকাতার এক ব্যবসায়ী অ্যাপ তৈরি করেন ও তাঁর সংস্থাও রয়েছে। সেই সূত্র ধরেই একাধিক আর্থিক লেনদেনের বিষয় সামনে আসে। তারপরেই একসঙ্গে ৬ জায়াগায় অভিযানে নামে ইডি। এই অ্যাপ সামনে রেখে কী ভাবে প্রতারণা চালানা হয়েছিল, সেটি জানার চেষ্টা করছেন তদন্তকারী অধিকারিকরা।এদিন উত্তর ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকায় বেসরকারি সংস্থার কর্মী সর্বানী ভকতের বাড়িতে ED হানা দেয়। তাঁর স্বামী রাজু ভকত পেশায় গাড়িচালক। অনলাইন গেমিং অ্যাপের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতেই ED০র এই অভিযান বলে জানা গিয়েছে।বিস্তারিত আসছে...
  • Link to this news (এই সময়)