দুর্ঘটনায় মৃত্যুতে মৎস্যজীবীরা ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন
এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
আগামী দিনে কৃষি এবং মৎস্যচাষ গবেষণায় কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? বিজ্ঞানীদের মতে, জলবায়ু প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই এই বিষয়েই সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। কেন্দ্রীয় মৎস্য-পশুপালন এবং ডেয়ারি মন্ত্রী পরশোত্তম রূপালাও জানালেন সে কথাই।গত ২৩ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৩তম ‘ইন্ডিয়ান ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচারাল ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ওই বক্তব্য জানানোর পাশাপাশি মন্ত্রী ঘোষণা করেন, দুর্ঘটনায় মৎস্যজীবীদের মৃত্যুতে ক্ষতিপূরণের অঙ্ক ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। সম্মেলন শেষ হয় ২৫ ফেব্রুয়ারি।রূপালা জানান, মৎস্যজীবীদের জন্য বিভিন্ন বিমা প্রকল্প চালু করতেও উদ্যোগী হয়েছে কেন্দ্র। ভবিষ্যতে এঁদের জন্যও কিষান ক্রেডিট কার্ডের মতো ক্রেডিট কার্ড চালু হবে। দেশে বর্তমানে ৩ কোটি মৎস্যজীবী পরিবার আছে। মাছ রপ্তানির মোট মূল্য এখন ৬০ হাজার কোটি টাকা। সরকার তা ১ লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।তিনি আরও জানান, ২০১৪-র পর মৎস্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। স্বাধীনতার পর থেকে ২০১৪-র আগে পর্যন্ত এ ক্ষেত্রে ৩ লক্ষ ৬৮০ কোটি টাকা বরাদ্দ ছিল বলে তাঁর দাবি। আইসিএআর-সিআইএফআরআইয়েএর অধিকর্তা তথা সম্মেলনের আহ্বায়ক বসন্ত কুমার দাস, ফোরামের উদ্দেশ্য ও রূপরেখা ব্যখ্যা করেন। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক চাষ, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন, মৎস্য চাষে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিজ্ঞানীরা।মৎস্য মন্ত্রকের তরফে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’-র মতো প্রকল্পকে আরও ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে মৎস্য চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে নানা পরিকল্পনা করা হচ্ছে।