• Abu Dhabi Temple: মোদীর উদ্বোধন করা আবু ধাবির হিন্দু মন্দিরে কবে থেকে দর্শন শুরু? জানুন দিনক্ষণ
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • চলতি মাসেই আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মন্দির উদ্বোধন হলেও এখনও পর্যন্ত তা জনসাধারণের জন্য় উন্মুক্ত হয়নি। এবার সাধারণ জনগণের জন্য বড় ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ। কবে থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে তা ঘোষণা করা হল।মন্দিরের কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল ১ মার্চ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন মন্দির দর্শন করা যাবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনের সুযোগ মিলবে। আনুমানিক ৭০০ কোটি টাকা ব্য়য়ে নির্মিত হয়েছে এই মন্দির। সুবিশাল এই মন্দিরটি ২৭ একর জায়গা জুড়়ে অবস্থিত আবুধাবির আবু মুরেইখান এলাকায়। বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর দ্বিতীয় সফরকালে দুবাই অপেরা হাউস থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মন্দিরের শিলান্যাস করেন।এই মন্দিরে রয়েছে শিব, কৃষ্ম ও আইয়াপ্পার মূর্তি। আয়াপ্পাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। মন্দিরটিতে সূক্ষ কারুকাজ করা গম্বুজ রয়েছে। মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে সুন্দর উদ্যান ও জলের ফোয়ারা দিয়ে। রাজস্থান ও গুজরাট থেকে আনা পাথর খোদাই করে নকশা করেছেন প্রায় তিন হাজার কারিগরা। পাথরের বুকে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় হিন্দুদের নানা কাহিনি। কারিগররা মহাভারত, রামায়ণ ও পুরাণের বিভিন্ন ইতিহাস ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। এছাড়া মন্দিরের নানা নকশায় ধরা পড়েছে ভারতীয় সংস্কৃতিও। ১৮ লাখ ইট দিয়ে তৈরি করা হয়েছে এই হিন্দু মন্দির। মূলত গোলাপি রঙের বেলেপাথর ও মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরের শোভা মন ছুঁয়ে যাওয়ার মতো। ৪০ হাজার ঘনমিটারের মার্বেল ও ১ লাখ ৮০ হাজার ঘনমিটারের বেলে পাথর দিয়ে এই হিন্দু মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের চারপাশে রয়েছে মোট সাতটি শৃঙ্গ। প্রতিটি শৃঙ্গ সংযুক্ত আরব আমিরশাহির এক একটি আমিরকে চিহ্নিত করে।মন্দিরের ভিতরের কারুকাজও দুর্দান্ত। অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু করে গ্য়ালারিও রয়েছে। বইপ্রেমীদের জন্য আলাদা গ্রন্থাগার রয়েছে মন্দির চত্বরে। রয়েছে দু'টি কমিউনিটি হলও। দু'টি হল মিলিয়ে পাঁচ হাজার লোক বসতে পারবেন একসঙ্গে। পাশাপাশি একটি ফুড কোর্টও রয়েছে মন্দির চত্বরে। রয়েছে বাগান ও শিশুদের জন্য আলাদা খেলার জায়গায়। উল্লেখ্য মন্দির উদ্বোধন হয় ১৪ ফেব্রুয়ারি। ২৯ জানুয়ারি ৪২টি দেশের প্রতিনিধি গিয়েছিলেন মন্দির দর্শনে।
  • Link to this news (এই সময়)