শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি, আজ থেকে কলকাতায় বিজেপির ধরনা
এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সন্দেশখালির ঘটনার দিনভর উঠে আসছে একের পর এক আপডেট। আদালতের অনুমতির পর আজ থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা বিজেপির। তবে শর্তশাপেক্ষে এই অনুমতি দিয়েছে আদালত। আজ বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ধরনায় বসার অনুমতি দেওয়া হয়েছে পদ্ম শিবিরকে। তবে ধরনায় কোনওরকম মাইক ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। ধরনা মঞ্চ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি জানাবেন বিজেপি নেতা কর্মীরা। যার জেরে রাজ্য রাজনীতি বেশ সরগরম থাকবে বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে 'রাজধর্ম পালন'-এর পরামর্শ বিজেপি শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের। এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন তিনি। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে, সন্দেশখালিতে জনজাতি সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচার চলছে। আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে। তাই 'রাজনীতির ঊর্ধ্বে উঠে' মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ করবেন বলেই আশাপ্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। যদিও সেরাজ্যের মুখ্যমন্ত্রীর এই চিঠির প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, 'আপনি নিজের চরকায় তেল দিন!'এদিকে সন্দেশখালি ঘটনার মাঝেই গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। তাঁকে মঙ্গলবার জামিন দিয়েছে আদালত। একইসঙ্গে ওইদিনই সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়া হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। তাঁকে গ্রেফতারও করা হয়। সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে ই এম বাইপাসে সায়েন্সসিটির কাছে গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকিকে। যার জেরে উত্তেজনা ছড়ায়। যদিও বিকেলেই মুক্ত পেয়ে যান তিনি।