গরমে পানীয় জলের জোগানে ঘাটতির অন্যতম কারণ লাইনে ফাটল। সমস্যা সমাধানে ১০ বছরের বেশি পুরোনো পাইপ লাইনগুলিতে স্টিলের বর্ম লাগানোর জন্য কলকাতা এবং লাগোয়া দক্ষিণ দমদম, দমদম, বিধাননগর, বরাহনগর, উত্তর দমদম, কামারহাটি পুরসভাকে নির্দেশ দিল পুর দপ্তর।এর ফলে পাইপের আয়ু আরও ৪০ বছর বাড়বে বলে দাবি দপ্তরের কর্তাদের। তাঁরা জানাচ্ছেন, কলকাতায় ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ ফেটে মাঝেমধ্যেই বিপত্তি ঘটছে। ব্যাহত হচ্ছে পরিষেবা। স্টিলের বর্ম লাগালে এই সমস্যা মেটানো যাবে। নিউ টাউনে অনেক আগেই তা কার্যকর করেছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ।কলকাতা পুরসভাও বছর পাঁচেক আগে এ কাজে সচেষ্ট হয়েছিল। কিন্তু টাকার অভাবে তা করা যায়নি। সে কারণেই এ বার ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে পুর দপ্তর। অর্থসাহায্যও করবে তারা। প্রথম ধাপে ওই সাতটি পুরসভার ১২০ কিলোমিটার লাইনে বর্ম বসাতে ২২ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।কলকাতা পুরসভা সূত্রের খবর, শহরের আন্ডারগ্রাউন্ড পানীয় জলের লাইনের অধিকাংশই ব্রিটিশ আমলে তৈরি। তাই মাঝেমধ্যেই ফাটল দেখা দেয়। তা ঠেকাতেই নয়া উদ্যোগ।