• Sheikh Shahjahan Arrest : শাহজাহানকে গ্রেফতার করতে পারবে CBI-ED-ও, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ প্রধান বিচারপতির
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার প্রধান বিচারপতির নির্দেশ, 'শেখ শাহজাহানকে যে কোনও এজেন্সি গ্রেফতার করতে পারে।' এতদিন রাজ্য পুলিশকে তার গ্রেফতারির জন্য আদালত চাপ বাড়ালেও এদিন প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, ‘যে পাবে সেই গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে।’ স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর অনেকটাই চাপ বাড়ল সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতার উপর, মনে করা হচ্ছে এমনটাই।ফলে শাজাহানকে হাতে পেতে এবার রাজ্য পুলিশ থেকে CBI-ED ঝাঁপাবে সন্দেশখালিতে। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'আপনার পুলিশের কাছে অভিযোগ এলেই গার্হস্থ্য হিংসায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের জেলে পুরে দেয়। কিন্তু, এখানে রাজ্যের পুলিশের কী হল। একটা লোক ৫৭ দিন অধরা। রাজ্যের মেশিনারির কী হল!'হাইকোর্টের প্রশ্ন, 'জনমানসে কী ধারনা তৈরি হচ্ছে? একজন জেলা পরিষদ সদস্য এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করছে। পেপার খুললেই দেখা যাচ্ছে শত শত মানুষের জমি ফেরাচ্ছে সরকার। কোর্টও স্বতঃপ্রণোদিত মামলা করেছে। তারপরেও কেন অধরা?'উল্লেখ্য, সন্দেশখালি থানার ৫ জানুয়ারি ইডি-র দায়ের করা ৯ নম্বর মামলায় শাহজাহানকে গ্রেফতার করতে চায় পুলিশ। বুধবার সকালে আগের মামলা গুলির রিভিউ চেয়ে আবেদন করে রাজ্য। ওই মামলার তদন্তে সিঙ্গেল বেঞ্চ সিটকে দায়িত্ব দেয়। পরে প্রধান বিচারপতি তাতে স্থগিতাদেশ দেন। আদালতের বক্তব্য, আরও ৪৩টা মামলা রাজ্য বলছে তার বিরুদ্ধে আছে। সে গুলোতে গ্রেফতার করা হোক।Sandeshkhali Incident : 'আইন ভাঙলে কড়া ব্যবস্থা!' সন্দেশখালি থেকে হুঁশিয়ারি ডিজিরশেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। সন্দেশখালির ঘটনার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। কিন্তু, তা সত্ত্বেও কেন গ্রেফতার করা যাচ্ছে না তাঁকে? তা নিয়ে প্রশ্ন উঠছিল। এদিকে আদালতের নির্দেশিকা নিয়েও বিভিন্ন মতামত উঠে আসছিল। এর আগে সন্দেশখালি মামলায় প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই।প্রসঙ্গত, শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তদন্তে গিয়েছিল ED। কিন্তু, তাঁর বাড়িতে একাধিকবার ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। এরপর CRPF দরজা ভাঙতে গেলে ED আধিকারিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই নিরুদ্দেশ শেখ শাহজাহান। এবার তাঁর গ্রেফতারির জন্য এজেন্সি নির্বিশেষে 'ফ্রি হ্যান্ড' দেওয়া হল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারির প্রধান বিচারপতির নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য। ৭ ফেব্রুয়ারির রায়ের যে অংশে পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি, সেই অংশের পরিবর্তন চায় রাজ্য। এদিন রাজ্যের সওয়াল, 'আমরা যদি তাকে গ্রেফতার করতে পারি তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হল।'পালটা রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, 'তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছে।' ED জানায়, পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করবে। রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলে তাকে লঘু ধারায় মামলা করা হবে এবং তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। CBI গ্রেফতার করলে কোন অসুবিধা নেই, জানাল ED। আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বিভিন্ন সোর্স থেকে সন্দেশ খালির ঘটনা প্রবাহ নিয়ে যে সব তথ্য পেয়েছেন, তার রিপোর্ট আগামী সোমবার জমা দেবেন আদালতে।
  • Link to this news (এই সময়)