• Congress Lok Sabha Candidate : ওয়েনাড থেকেই রাহুল? জল্পনা জিইয়ে ১৬ আসনে লড়াইয়ে কংগ্রেসের
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • কেরালায় আসন রফা চূড়ান্ত করল কংগ্রেস। রাজ্যের ১৬টি আসনে লড়বে বলে ঘোষণা হাত শিবিরের। বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সাথীসন বুধবার আনুষ্ঠানিকভাবে আসন রফার কথা ঘোষণা করেন।কেরালার ১৬ আসনে প্রার্থী কংগ্রেসেরগত বছরের নির্বাচনের মতোই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে (IUML) দু'টি আসন ছেড়েছে কংগ্রেস। যদিও তাদের পক্ষ থেকে তিনটি আসন চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তৃতীয় আসনটি ছিল ওয়েনাড। এই কেন্দ্রেরই বর্তমান সাংসদ রাহুল গান্ধী। ওয়েনাডের মুসলিম ভোটারদের সংখ্যাগরিষ্ঠতার কথা মাথায় রেখেই এই আসনটির দাবি জানিয়েছিল IUML।কেরালার ২০টি আসনেই লড়বে UDF। এর মধ্যে বৃহত্তম দল কংগ্রেস প্রার্থী দিচ্ছে ১৬টি আসনে, IUML ২টি এবং KCJ(J) ১টি এবং RSP ১টি আসনে ভোটে লড়বে। তবে প্রার্থীদের নাম এখনও আনুষ্ঠিকভাবে ঘোষণা হয়নি। ২০১৯ সালের মতোই ১৬টি আসনে প্রার্থী দিলে অনুমান করা হচ্ছে ওয়েনাড থেকেও কংগ্রেসই লড়বে।সূত্র মারফত জানা গিয়েছে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ তাদের তিন আসনের অবস্থানে এখনও অনড়। বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সাথীসন অবশ্য জানিয়েছেন, আলোচনার মাধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে।এদিকে, বামেরা ইতিমধ্যেই কেরালায় প্রার্থীতালিকা প্রকাশ্যে এনেছে। CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে ওয়েনাড আসন থেকে টিকিট দিয়েছে দল। এই মর্মে CPIM-এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট বলেন, 'রাহুল গান্ধী তো সর্বদা BJP-র বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। এবার কংগ্রেস এবং রাহুলের ভাবনাচিন্তা করা উচিত এই আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে।'ওয়েনাড আসন থেকে আদৌ লড়বেন রাহুল?গত কয়েকদিন ধরেই জল্পনা রটেছে, কেরালার ওয়েনাড আসনকে বিদায় জানাতে পারেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। রাহুল গান্ধীর পাশাপাশি শশী থারুরের তিরুঅনন্তপুরম কেন্দ্রেও প্রার্থীর নাম প্রকাশ করেছে LDF। কেরালায় কোনওভাবেই ইন্ডিয়া জোট কার্যকরী হবে না তা আগেই স্পষ্ট করেছিলেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে ইন্ডিয়া জোটের জন্য বৃহত্তর স্বার্থে কি কোনও সিদ্ধান্তে আসতে পারে কংগ্রেস? এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তবে তার মাঝেই ১৬ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে রাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে হাত শিবির। যদিও হাইকমান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত রাহুল গান্ধী ওয়েনাড ছাড়বেন কি না, তা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। আর সেই জল্পনা জিইয়ে রেখেই ১৬ আসনে লড়াইয়ের ঘোষণা করেছে কেরালা কংগ্রেস।
  • Link to this news (এই সময়)