Himanta Biswa Sarma : ২০২৬-এর মধ্যে কংগ্রেসে মুসলিম বিধায়কের সংখ্যা হবে শূন্য! বড় ইঙ্গিত হিমন্তর
এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
আগামী ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে অসম কংগ্রেসে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাত্র কয়েকজন মুসলিম বিধায়ক ছাড়া, কংগ্রেসের আর কোনও বিধায়ক দলে থাকবেন না বলে দিয়েছেন ইঙ্গিত। অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে শুরু হয়ে গেছে জল্পনা।সম্প্রতি মুসলিমদের মধ্যে বাল্য বিবাহ বন্ধ করার পক্ষে বিধানসভায় সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে অসমে মুসলিম বিবাহ সংক্রান্ত যে আইনটি রয়েছে, তা বাতিল করা হবে বলেও বিধানসভায় গ্রহণ করা হয়েছে প্রস্তাব। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী।এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে মুসলিম বিধায়করা ছাড়া আর কেউ কংগ্রেসে থাকবে না। তাঁর মতে, রাকিবুল হুসেন, রেকিবুদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, নুরুল হুদার মতো বিধায়করা কেবল শতাব্দী প্রাচীন দলে থাকবেন।কয়েকদিন আগে অসম কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শীর্ষ নেতা রানা গোস্বামী। বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে মিলেছে ইঙ্গিত। রানা গোস্বামী নিয়েও মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী। বিজেপি-তে এলে রানাকে স্বাগত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মার আগে অসম কংগ্রেসের ভাঙন নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা। মুসলিম বিধায়করা ছাড়া কংগ্রেসের বাকি বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি করেছিলেন তিনি।বিধানসভা ভোটের আগে অসম কংগ্রেসে ভাঙন নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার দাবি খারিজ করে দিয়েছেন প্রদেশ সভাপতি ভূপেন বোরা। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে সরব হয়েছেন তিনি। বোরা জানিয়েছেন, বিজেপি সরকারের বিরুদ্ধে অসম মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আর সেটা ভয় পেয়ে বিশ্ব শর্মা ভুল বকছেন বলে করেছেন কটাক্ষ।অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসমের বিজেপি সরকারকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানিয়েছেন, সম্প্রতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় তাঁর উপর আক্রমণ চালিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সরকারের কাছে নিরাপত্তার দাবি করা সত্ত্বেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বোরা।যাঁরা আক্রমণ করেছিলেন, তাঁরা মুক্তভাবে ঘোরাঘুরি করেছেন বলে দাবি করেছেন। বিধায়ক কিনেও কংগ্রেসকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি।