• Narendra Modi : মার্চের শুরুতেই বঙ্গে মোদী, আরামবাগ-কৃষ্ণনগরে কবে কখন সভা? রইল সম্পূূর্ণ সফরসূচি
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • মার্চ মাসের শুরুতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ ও ২ তারিখ পরপর দু'দিন বাংলায় কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। হুগলির আরামবাগ ও নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন তিনি। ইতিমধ্যেই তাঁর সফরসূচি প্রকাশ্যে এসেছে। এই দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খন্ডেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। একনজরে জেনে জেনে নেওয়া যাক ১ এবং ২ মার্চ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি।পয়লা মার্চ সকাল ৮টা ১৫ মিনিটে দিল্লি থেকে বিমানে চেপে বেলা ১০টা ১০ মিনিটে দুর্গাপুর বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সকাল সওয়া ১০টায় হেলিকপ্টারে চেপে রওনা দেবেন ঝাড়খন্ডের উদ্দেশে। বেলা পৌনে ১১টা নাগাদ ঝাড়খন্ডের সিন্দরি হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। সেখানে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর বেলা পৌনে ২টোয় ঝাড়খন্ডের ধানবাদ হেলিপ্যাড থেকে কপ্টারে চেপে রওনা দেবেন তিনি। দুপুর ২টো ৫০ মিনিটে পৌঁছবেন পশ্চিমবঙ্গের আরামবাগ হেলিপ্যাডে। ২টো ৫৫ মিনিটে আরামবাগ হেলিপ্যাড থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তিনি। ৩টের সময় পৌঁছবেন আরামবাগের অনুষ্ঠানস্থলে। আধঘণ্টার সেই অনুষ্ঠানে বেশকিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৩টে ৩৫ মিনিটে জনসভার জন্য সড়কপথে রওনা দেবেন মোদী। ৩টে ৪০ মিনিটে পৌঁছবেন জনসভার মঞ্চে। সেখানে পৌনে ৪টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা রয়েছে মোদীর।এরপর বিকেল ৪টে ৩৫ মিনিটে সভাস্থল থেকে বেরিয়ে ৪টে ৪০ নাগাদ আরামবাগ হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে বিকেল পৌনে ৫টায় কপ্টারে কলকাতার উদ্দেশে রওনা দেবেন নমো। সওয়া পাঁচটা নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে ৫টা ২০ মিনিটে সড়কপথে রাজভবনের উদ্দেশে রওনা মোদীর। সাড়ে ৫টায় পৌঁছবেন রাজভবনে। এদিন রাজভবনেই রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর।পরের দিন অর্থাৎ ২ মার্চ সকাল ৯টা ২৫ মিনিটে রাজভবন থেকে বের হবে তাঁর কনভয়। ৯টা ৩৫ মিনিটে পৌঁছবে হেলিপ্যাডে। ৯টা ৪০ নাগাদ কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর পৌঁছবেন ১০টা ২০ মিনিটে। ১০টা ২৫ মিনিটে হেলিপ্যাড থেকে সড়ক পথে রওনা দিয়ে সাড়ে ১০টা নাগাদ পৌঁছবেন অনুষ্ঠানস্থলে। সেখানে আধঘণ্টার অনুষ্ঠানে বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বেলা ১১টা ৫ মিনিটে সড়ক পথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়ে পৌঁছবেন ১১টা ১০ মিনিটে। সওয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত সভার সময় রয়েছে তাঁর। এরপর ১২টা ৫ মিনিটে সড়ক পথেই পৌঁছবেন হেলিপ্যাডে। ১২টা ১০ মিনিটে নমোকে নিয়ে রওনা দেবে কপ্টার। ১২টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দরে পৌঁছবেন তিনি। ১টা নাগাদ পানাগড় বিমানবন্দর থেকেই বিহারের গয়ার উদ্দেশে উড়ানে চাপবেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (এই সময়)