• Aroop Biswas News: এবার চিটফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে ED তলব
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা ভোটের আগে ফের একবার চিটফান্ড দুর্নীতি মামলা নিয়ে নাড়াচাড়া। এবার একটি চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ED। যদিও এক্ষেত্রে তাঁকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে চাইছেন গোয়েন্দারা। তদন্তকারী সংস্থার থেকে কিছুটা সময় চেয়েছেন অরূপ বিশ্বাস, সূত্রের খবর এমনটাই।প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২০১৪ সালের ভোটের প্রচারে একটি আর্থিক লেনদেনের বিষয় সামনে রেখে এই তলব করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অরূপ বিশ্বাসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইতিমধ্যেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়টিকে সামনে রেখে তোপ দেগেছে BJP-কে। তিনি অভিযোগ তুলেছেন, এই চিটফান্ড সংক্রান্ত মামলা যদি সামনে আসে তাহলে মিঠুন চক্রবর্তীকে কেন ধরা হবে না! তিনি আরও দাবি করেন, ওই সংস্থা মুখ হিসেবে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেছিল। তাঁর স্পষ্ট ইঙ্গিত, ফের একবার ভোটের আগে এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘কোনও প্রমাণ ওদের কাছে থাকলে তাঁরা গিয়ে তদন্তকারী সংস্থার হাতে দিক। তা ছাড়া মিঠুন চক্রবর্তীর মতো এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কী ভাবে এই অভিযোগ তোলা হচ্ছে!’ পাশাপাশি তিনি এজেন্সি রাজনীতির দাবিও কার্যত উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি বিধায়ক মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন ED আধিকারিকরা। শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে একপ্রকার গৃহবন্দি মুকুল রায়। তাঁর বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।যদিও যত নির্বাচন এগিয়ে আসছে ততই এজেন্সিগুলিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে BJP। তৃণমূল নেতাদের কথায়, সিবিআই-ইডির মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই প্রথমবার নয়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি থেকে শুরু করে বিভিন্ন সময় এই কথা শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের কণ্ঠে।যদিও বরাবর এই দাবি অগ্রাহ্য করে এসেছে গেরুয়া শিবির। বিজেপির কথায়, 'এজেন্সি স্বতন্ত্রভাবে কাজ করে। এক্ষেত্রে কোনও রাজনৈতিক প্রভাবের প্রশ্নই আসে না। কোনও রাজনৈতিক স্বার্থ এক্ষেত্রে প্রয়োগ করা হয় না। এই অভিযোগগুলি ভিত্তিহীন।'
  • Link to this news (এই সময়)