Koustav Bagchi News : '২৪-৪৮ ঘণ্টার মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত', কংগ্রেসে থেকে পদত্যাগের পর সাফ কথা কৌস্তভের
এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
তাঁর পরবর্তী সিন্ধান্ত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে। সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিলেন কৌস্তভ বাগচী। একইসঙ্গে ফের একবার কংগ্রেসকে একহাত নিলেন তিনি। বুধবার সকালেই তাঁর কংগ্রেস থেকে পদত্যাগের খবর সামনে আসে। আর বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, তাঁর লড়াই যে প্ল্যাটফর্মে গেলে আরও শক্তিশালী হবে তিনি তেমনই কিছু বেছে নেবেন।কৌস্তভ বাগচী সাংবাদিক বৈঠকে বলেন, 'আমি স্পষ্টভাবে বলতে চাই, যা কিছু করেছি কখনও লুকিয়ে চুরিয়ে করিনি। কোনও কিছু আড়ালে আবডালে করিনি। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনারা জানতে পারবেন, আমার আগামী সিদ্ধান্ত। আমার লড়াই যে প্ল্যাটফর্মে গেলে আরও শক্তিশালী হবে, সেটাই আমি খুব স্বাভাবিকভাবে বেছে নেব।' কৌস্তভের সাফ কথা, তাঁর কাছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছাড়া সমস্ত রাস্তা খোলা।আসন্ন লোকসভা নির্বাচনে জোট ইস্যুতে তৃণমূলের প্রতি 'নরম মনোভাব' নিয়ে এদিন কংগ্রেস হাইকম্যান্ডকে নিশানা করেন কৌস্তভ বাগচী। তাঁর সাফ কথা, 'কংগ্রেসের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তৃণমূল বলছে জোট করব না, ৪২ আসনে একা লড়াই করব, আর আমাদের নেতারা বলছেন জোটের জন্য আলোচনার পথ খোলা আছে। কংগ্রেস ভিক্ষার মতো হাতে বাটি নিয়ে ঘুরছে।' তাঁর কটাক্ষ, 'নির্বাচন জেতার কোনও ইচ্ছা নেই কংগ্রেসের। কংগ্রেস বিরোধী দলের স্টেটাসটাও অফিসিয়ালি পাবে না। এর জন্য কংগ্রেসর ভুল স্ট্র্যাটিজি দায়ী। প্রদেশ কংগ্রেস বলে যে কিছু আছে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেটা মনে করে না'একইসঙ্গে কৌস্তভ বলেন, 'দল ছাড়াটা আমার উদ্দেশ্য হলে অনেক আগেই ছাড়তে পারতাম। দলের মুখপাত্রের পদ থেকে বাদ দেওয়া হল, সেদিন ছাড়তে পারতাম। মহাজাতি সদনে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হল, সেদিনও ছাড়তে পারতাম। আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে আমি রাজনীতি করিনি। ১৩-১৪ বছর বয়স থেকে কংগ্রেস দলের সঙ্গে।' কৌস্তভের সাফ কথা, 'যে সিদ্ধান্ত একবার নিয়েছি, তার থেকে কোনওভাবেই পিছপা হব না। আমি একজনকেও আমার সঙ্গে আসার জন্য অনুরোধ করব না, যদি না কেউ স্বেচ্ছায় আমার সঙ্গে আসতে চায়।' তিনি বলেন, 'ভারতবর্ষে একজায়গায় রামমন্দির হয়েছে, আশা করব এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে।'প্রসঙ্গত, কৌস্তভ বাগচীর পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি তাঁকে একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছে। সেক্ষেত্রে তাঁর এই ইস্তফার পরেই জল্পনা শুরু হয়েছে, তিনি কি তবে বিজেপিতে যাবেন? কৌস্তভের কথা অনুযায়ী সেই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।