আসন্ন লোকসভা নির্বাচনেই কি রাজনীতির ময়দানে ডেবিউ হতে চলেছে কঙ্গনা রানাউতের? এই প্রশ্ন বহু দিন ধরেই অভিনেত্রীর অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছিল। জল্পনার অবসান ঘটিয়ে অকপট জবাব দিলেন বলিউডের ক্যুইন।লোকসভা ভোটে প্রার্থী কঙ্গনা?দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে কঙ্গনা রানাউত জানিয়ে দিলেন, তাঁর রাজনীতিতে নামার এটাই আদর্শ সময়। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কঙ্গনাকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন কি না। উত্তরে বলি অভিনেত্রী প্রথমটায় মুচকি হাসেন। তারপর কিছুটা থেমে বলেন, 'রাজনীতিতে নামার এটাই সঠিক সময়।' তবে ক্যুইনের সংযোজন, 'এই মঞ্চ সিদ্ধান্ত ঘোষণা করার জায়গা নয়। যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন। আমি সিনেমার সেট থেকেও দেশের জন্য লড়েছি। ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই। তবে এর জন্য আমার কোনও টিকিটের দরকার নেই।'এর মাঝেই একবার তিনি চণ্ডীগড় আসন থেকে ভোটে দাঁড়াবেন বলেও রটে গিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই নিয়ে কঙ্গনা রানাউত পোস্ট করেছিলেন, 'আমার পরিবারের লোকজন আমায় নানা খবর দেখে প্রশ্ন করছেন, আমি কি ভোটে লড়ছি। তাঁদের আমি বুঝিয়েছি, খবরের শিরোনাম আমার মুখে বসিও না।'মাত্র কয়েকমাস আগে গুজরাটের দ্বারকাধীশ মন্দির দর্শন করে কঙ্গনা রানাউত বলেছিলেন, 'ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।' তবে কোন দলের টিকিটে কোথা থেকে মনোনয়ন জমা দেবেন, তা নিয়ে অবশ্য কোনও ইঙ্গিত দেননি তিনি। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে BJP-কে খোলাখুলিভাবে সমর্থন করতে দেখা গিয়েছে বলিউডের ক্যুইনকে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন কঙ্গনা। এ দেশের মানুষ BJP সরকারের কাজ দেখতে পাচ্ছে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। ফলে রাজনৈতিক কারবারিদের একাংশের অনুমান, আগামী বছরের লোকসভা ভোটে পদ্মের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কঙ্গনা।সংবাদমাধ্যমের কনক্লেভ অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় কঙ্গনা রানাউতকে। বরাবরের মতোই অকপট জবাব দেন অভিনেত্রী। সত্যজিৎ রায়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'সত্যজিৎ রায় বলেছিলেন সত্যিকারের গ্লোবাল হওয়ার জন্য আসলে অন্তর থেকে লোকাল হতে হবে। কারোর অনুকরণ নয়, আমাদের আরও নিজস্ব চলচ্চিত্র তৈরি করতে হবে।'