চিনা পতাকায় মোড়া ইসরোর রকেট! স্ট্যালিন সরকারের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
চিনের মহাকাশযান সহ নরেন্দ্র মোদী এবং এম কে স্ট্যালিনের বিজ্ঞাপন নিয়ে তামিলনাড়ুতে শুরু হয়েছে জোর তরজা। ঘটনার পিছনে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা চিনের প্রতি ডিএমকের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে তারা। বিজ্ঞাপন নিয়ে পাল্টা সাফাই দিতে ভোলেনি এমকে স্ট্যালিনের দলও।বিতর্ক নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি DMK সরকারের সমালোচনা করে বলেন, 'ভারতের বিজ্ঞানীদের অসম্মান করা হয়েছে। ভারতের সাফল্যকে অপমান করা হয়েছে। DMK নেতারা কি অন্ধ? সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ওরা। ইসরোর ক্রেডিট ছিনিয়ে নিতে ওরা রকেটের গায়ে চিনের পতাকা লাগিয়ে দিল?'সম্প্রতি তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার কুলাসেকারাপট্টিনাম এলাকায় ইসরোর নতুন রকেট উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির থাকার কথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের।প্রধানমন্ত্রীর রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর সংবাদমাধ্যমগুলিকে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পিছনে রয়েছে একটি চিনা পতাকা সম্বলিত মহাকাশযান।বিজ্ঞাপনের তীব্র নিন্দা করে বুধবার এক্সে সরব হয়েছেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই। এ ব্যাপারে রাজ্যের শাসক দল ডিএমকে-র নিন্দা করে সরব হয়েছেন তিনি। বেজিংয়ের প্রতি ডিএমকে সরকারের দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে বলে করেছেন অভিযোগ। এই ধরনের বিজ্ঞাপন দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে বলেও দাবি করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। হতাশা থেকে এই বিজ্ঞাপন বলে জানিয়েছেন তিনি।বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে সাফাই দিয়েছেন ডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বোন কে কানিমোঝি। তিনি জানিয়েছেন, কেউ চিনকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত চিনা বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তা সত্ত্বেও বিজ্ঞানপনকে ঘিরে কেন বিতর্ক, তা নিয়ে তুলেছেন প্রশ্ন।বিজ্ঞাপনের আগে সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির বিতর্কিত মন্তব্যের অভিযোগকে ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। উদয়নিধির বিরুদ্ধে সনাতন ধর্মকে কুষ্ঠরোগের সঙ্গে তুলনা টানার অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে সরব হয়েছিল বিজেপি।উদয়নিধির মন্তব্যের কড়া নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহের মতো বিজেপির শীর্ষ নেতারা। স্ট্যালিন পুত্রকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই সময় অস্বীকার করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। এবার চিনা মহাকাশযান সহ মোদীর বিজ্ঞাপনকে ঘিরে তৈরি হল বিতর্ক।