• Lok Sabha Election Opinion Poll : লোকসভায় উত্তর প্রদেশে বিজেপি পাবে কত আসন? ইন্ডিয়া জোটের ভাগ্য কেমন? সমীক্ষায় চমকপ্রদ তথ্য
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • ৮০ আসনের উত্তর প্রদেশে ৭৮টিতে জয় পেতে পারে NDA। এমনই পূর্বাভাস মিলল TV-CNX সংস্থার লোকসভা ভোট সংক্রান্ত জনমত সমীক্ষায়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এখনই ভোট হলে, গেরুয়া ঝড় উঠবে যোগীরাজ্যে। যদিও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, এই ধরণের ওপিনিয়ন পোলের সঙ্গে বাস্তবে নির্বাচনী ফলাফলের মিল নেই। আবার অনেক সময় হুবহু মিলে যায় জনমত সমীক্ষা। এটি একটি ইঙ্গিত মাত্র।২০১৯ সালের ফলাফল২০১৯ সালের লোকসভা ভোটে NDA পেয়েছিল ৬৪টি আসন। সমাজবাদী পার্টির ঝুলিতে গিয়েছিল পাঁচটি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র একটিতে। মায়াবতীর বহুজন সমাজ পার্টির ১০ জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন।কী বলছে জনমত সমীক্ষা?TV-CNX সংস্থার জনমত সমীক্ষা অনুযায়ী, BJP নেতৃত্বাধীন NDA জোট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৫৩.১৬ শতাংশ ভোট পেতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে ৩২.৫৭ শতাংশ ভোট। BSP-র ঝুলিতে যেতে পারে ১০.৪৩ শতাংশ ভোট। অন্যান্য এবং নির্দল পেতে পারে ৩.৮৪ শতাংশ ভোট। BJP নেতৃত্বাধীন NDA জোটে রয়েছে RLD, আপনা দল (সোনেলাল), নিশাদ পার্টি এবং SBSP। এদিকে, সম্প্রতি আসন সমঝোতা চূড়ান্ত করে উত্তর প্রদেশে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।জনমত সমীক্ষা বলছে, পশ্চিম উত্তর প্রদেশে আটটি, রোহিলখন্দে ১২টি, বুন্দেলখণ্ডে চারটি এবং আওয়ধে ১৪টি আসনেই ক্লিন স্যুইপ করবে NDA। প্রত্যেকটি আসনেই ইন্ডিয়া জোটকে বলে বলে গোল দেবে গেরুয়া শিবির। তবে দোয়াবের ১৩টির মধ্যে একটি আসনে জিততে পারে ইন্ডিয়া জোটের প্রার্থী। পূর্বাঞ্চলের ২৯টি আসনের মধ্যে NDA পেতে পারে ২৮টি এবং একটি পেতে পারে অখিলেশ-রাহুলের জোট।কেমন হবে উত্তর প্রদেশের VVIP আসনের ফল?TV-CNX সার্ভে ২০টি হেভিওয়েট আসন নিয়ে বড়সড় পূর্বাভাস দিয়েছে। সমীক্ষা অনুযায়ী, বিপুল মার্জিন এবং রেকর্ড ভোটে এবারও বারাণসী কেন্দ্র থেকে জিততে চলেছেন নরেন্দ্র মোদী। মুজফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, লখনউ, এলাহাবাদ, ফৈজাবাদ থেকেও NDA প্রার্থীরাই জয়ী হবেন। ইন্ডিয়া জোট ছিনিয়ে নেবে হেভিওয়েট মইনপুরী আসনটি। বিপুল ভোটে এই আসনে জয় পাবেন জোট প্রার্থী। আজমগড়ও যাবে তাঁদের দখলে।সার্ভে অনুযায়ী, NDA এবং INDIA-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আমেঠি, গৌতম বুদ্ধনগর, পিলভিট, সুলতানপুর, কন্নৌজ এবং মির্জাপুরে। NDA প্রার্থীদেরই এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে রাখছে এই জনমত সমীক্ষা। আবার রায়বরেলি, রামপুর, ফিরোজাবাদ, বদায়ু এবং গাজিপুরে এগিয়ে থাকতে পারে INDIA জোট।উল্লেখ্য, ৫ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের ৮০টি আসনে এই সমীক্ষা চালায় TV-CNX।
  • Link to this news (এই সময়)