বাইডেন-ট্রাম্পের কাঁটে কি টক্কর! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বাজি কার?
এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থীর লড়াইয়ে আরও একধাপ এগোলেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগানে প্রাইমারি ইলেকশনে বাইডেন হারিয়েছেন ডিন ফিলিপসকে। অন্যদিকে, ট্রাম্প হারিয়েছেন নিকি হ্যালিকে। এই জয়ের ফলে আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেন মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা বেশি।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাইমারি ইলেকশনে মিশিগান ছিল বাইডেনের কাছে অগ্নিপরীক্ষা। কারণ এই রাজ্যে বসবাসকারীর আরব বংশোদ্ভুত ডেমোক্র্যাটদের মধ্যে মধ্যপ্রাচ্যের লড়াই নিয়ে বাইডেনের বিরুদ্ধে তৈরি হয়েছিল ক্ষোভ। তাঁদের বিশ্বাস, গাজা যুদ্ধে অবসানে দু’মুখো নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রাইমারি ইলেকশনের আগে মিশিগানের একাধিক স্থানে বাইডেন বিরোধী পোস্টারও দেখা গিয়েছিল।ডেমোক্র্যাটদের একাংশের মধ্যে বিক্ষোভ তৈরি হলেও, ২৭ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পর শেষ হাসি হেসেছেন বাইডেনই। ডিন ফিলিপসকে হারালেও উল্লেখযোগ্যভাবে ভোট কমেছে মার্কিন প্রেসিডেন্টের। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বচনের সময় এই মিশিগান থেকে বিপুল ভোটে জিতেছিলেন বাইডেন।প্রাইমারিতে জিতলেও, প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে মিশিগানের ফল চাপে রাখবে বলে মনে করছেন মার্কিন ওয়াকিবহাল মহলের একাংশ। এখানে উল্লেখ্য যে মিশিগানের আগে দক্ষিণ ক্যারোলিনা, নেভাদা এবং নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি ইলেকশনের লড়াইয়ে জয়ী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থীর লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত ডোনাল্ড ট্রাম্পের। তিনি হারিয়ে দিয়েছেন প্রাক্তন সতীর্থ তথা রাষ্ট্রসংঘের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে। এ নিয়ে পাঁচটি রাজ্যে জয় পেয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।মিশিগানের আগে গত শনিবার সাউথ ক্যারোলিনায় জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাইমারি ইলেকশনে হারিয়েছিলেন নিকি হ্যালিকে। নির্বাচনে নিকি হ্যালি সমর্থন পেয়েছিলেন মাত্র ১৭ জনের। ট্রাম্প পেয়েছিলেন ১০৭ জন রিপাবলিকানের সমর্থন। সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেও তিনি যে লড়াই থেকে সরে আসবেন না, তা জানিয়েছিলেন নিকি। প্রচার চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মিশিগানের হার, হ্যালিকে চাপে ফেলে দিল বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।অন্যদিকে গত কয়েকবছরে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা মার্কিন আদালতে বিচারাধীন। তার মধ্যেও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা যে অটুট, প্রাইমারি ইলেকশনে তা ফের স্পষ্ট হল।