• কোটি কোটি টাকার গাঁজা-চরস! মাঝ সমুদ্রে ধাওয়া করে জাহাজ থেকে ৩৩০০ কেজির মাদক উদ্ধার নৌবাহিনী ও NCB-র
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • যৌথ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গুজরাটের পোরবন্দরের কাছে সন্দেহজনক একটি জাহাজ থেকে প্রায় ৩ হাজার ৩০০ কেজি মাদক উদ্ধার করল তারা। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।৩৩০০ কেজি মাদক!ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গুজরাটের পোরবন্দরের কাছে ভারতের জলসীমায় জাহাজটি দেখে সন্দেহ হয় তাদের। এরপর সেটিকে আটক করে নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) যৌথভাবে তল্লাশি চালায়। সেই তল্লাশি অভিযানের সময় ৩ হাজার ৩০০ কিলোগ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য কয়েক হাজার কোটি বলে জানিয়েছেন তারা। মাদক চোরাচালানে যুক্ত থাকার অভিযোগ জাহাজটির পাঁচ ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাদক উদ্ধার বলে জানিয়েছে তারা।জাহাজের ক্রুরা পাকিস্তানি বলে সন্দেহমাদক চালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃতরা পাকিস্তানের নাগরিক বলে সন্দেহ। তবে, এ ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র এক কর্তা। কী উদ্দেশ্যে এবং কোথায় মাদক পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এনসিবির ওই কর্তা জানিয়েছেন, মাদকগুলি প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সে প্যাকিংয়ের উপর উর্দু ভাষায় লেখা রয়েছে বলে জানিয়েছেন তিনি।জাহাজ থেকে কী কী মাদক উদ্ধার?জানা গিয়েছে, জাহাজ থেকে আটক মাদক দ্রব্যগুলির মধ্যে ৩ হাজার ৮৯ কেজি হচ্ছে চরস। আন্তর্জাতিক বাজারে চরসের প্রতি কেজির দাম প্রায় ৭ কোটি টাকা। কয়েক হাজার কোটি টাকা শুধু চরসই উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করা হয়েছে। জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল বলে নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে ভারত মহাসাগরে একটি জাহাজ থেকে ২৫ হাজার কোটি টাকার মতো মাদক আটক করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মাদকগুলি আটক করা হয়। মোট ২ হাজার ৫২৪ কেজি মাদক উদ্ধার করা হয়েছিল। ১৩৪টি প্যাকেটে করে পাচারের সময় বাজেয়াপ্ত কর হচ্ছিল। সেই সময় মাদক পাচারের অভিযোগে একজন পাক নাগরিককেও করা হয়েছিল গ্রেফতার।
  • Link to this news (এই সময়)