• Rajya Sabha Election 2024 : লটারি জিতেও রাজ্যসভায় পরাজিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি, জানেন কেন?
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • রাজ্যসভা ভোটে হিমাচল প্রদেশে মহানাটক। এক মাত্র আসনের লড়াই, অথচ শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলল মঙ্গলবার। অবশেষে ভাগ্যের চাকা ঘুরল BJP-র। নিশ্চিত আসনে কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিংভিকে হারিয়ে জয়ী ঘোষিত হলেন হর্ষ মহাজন।সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী আদালতে দাঁড়িয়ে জটিল থেকে জটিলতম মামলা লড়েছেন। তবে হেরে গেলেন রাজ্যসভার লড়াইয়ে। জয় নিয়ে আশাবাদী হলেও শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হল এই দুঁদে আইনজীবীকে। প্রতিদ্বন্দ্বীর কাছে অপ্রত্যাশিত এই হারে চমকে গিয়েছে হাত শিবিরও।ঠিক কী ঘটেছিল হিমাচল প্রদেশে?সূত্রের খবর, কংগ্রেসের কয়েকজন বিধায়ক ক্রস ভোটিং করেছিলেন হিমাচল প্রদেশ বিধানসভায়। আর সে কারণেই ৩৪-৩৪ ভোটে টাই হয়ে যায় অভিষেক মনু সিংভি এবং হর্ষ মহাজনের মধ্যে। ফলে টাই ব্রেকারের প্রয়োজন পড়ে। আর তাতেই খেলা সম্পূর্ণরূপে বদলে যায়। জিতেও শেষ মুহূর্তে বাজি পালটে যায়। জিতে যান BJP প্রার্থী।লটারিতে নাম এলেও কেন হারলেন সিংভি?নির্বাচন কমিশনের ১৯৬১ সালের ৭৫(৪) নিয়ম অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী সমান ভোট পেলে সে ক্ষেত্রে ড্র হয়। টাই ব্রেকারের নিয়ম অনুযায়ী দুই প্রার্থীর নামের কাগজগুলি একটি বাক্সে রাখা হয়। বাক্সটিকে ভালো করে ঝাঁকিয়ে তারপর একটি চিরকুট তোলা হয়। যার নাম ওঠে তিনি হেরে যান।নির্বাচন কমিশনের তরফে টাই ব্রেকারের জন্য এই লটারি সিস্টেম চালু রয়েছে। তবে রাজ্যসভা এবং লোকসভার ক্ষেত্রে এই নিয়মে একটা মূল ফারাক রয়েছে। লোকসভার ক্ষেত্রে লটারিতে যার নাম ওঠে সে জিতে যায়। কিন্তু, রাজ্যসভায় হয় ঠিক উলটোটা। অভিষেক মনু সিংভির ক্ষেত্রেও ঘটে সেই ঘটনা। তাঁর নাম লটারিতে উঠলেও পরাজিত হন কংগ্রেস প্রার্থী।
  • Link to this news (এই সময়)