• West Bengal Weather : গরম বাড়লেও সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • বাড়বে তাপমাত্রার পারদ। গরমে 'সেদ্ধ' হওয়ার দিন দোরগোড়ায়। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ফের একবার বৃষ্টি বাড়তে পারে রবিবার। সিকিম ও অরুণাচলে শনি এবং রবিবার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাগুলিতে। বৃহস্পতিবারও রাজ্যের তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখীই।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?শনিবার পর্যন্ত শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পার করতে পারে। ধীরে ধীরে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৭৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়তে পারে। গরমের জন্য বাড়বে অস্বস্তিও। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বঙ্গে হতে পারে বৃষ্টিপাতও। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। দিন এবং রাতে পরিষ্কার থাকবে আকাশ। বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?আগামী কয়েক দিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিঙের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে।এদিকে রাজধানী দিল্লি সহ উত্তর ভারত ও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও।
  • Link to this news (এই সময়)